নজরদারিতে মহাকাশ জঙ্গিদের দের সর্বনাশ : RISAT-2B স্যাটেলাইট
ভারত ফের মহাকাশ গবেষণার সাফল্য পেল
RISAT-2B সাফল্যের সঙ্গে লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।এই অত্যাধুনিক শক্তিশালী কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে দেশের নজরদারি ক্ষমতা আরও বাড়াবে , বুধবার ভোর সাড়ে পাঁচটায় PSLV-C46 রকেটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় RISAT-2B ৷ এই স্যাটেলাইটটির ওজন ৬১৫ কেজি। বুধবার ভোররাতে ইতিহাস গড়ে আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট। মহাকাশ গবেষণার মুকুটে আরও এক পালক। বুধবার ভোর সাড়ে পাঁচটায় PSLV-C46 রকেটে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় RISAT-2B.
উল্লেখ্য, ২০০৯ সালে RISAT-2 উত্ক্ষেপণ করেছিল ভারত , ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও LoC-তে নজরদারি চালাবে এই স্যাটেলাইট ,সীমান্তে অনুপ্রবেশ রুখতে কার্যকরী এই স্যাটেলাইট ৷
কি ভাবে করবে কাজ এই RISAT-2B স্যাটেলাইট
১) আগাম জানান দেবে সীমান্তে কোনো ধরণের জমায়েত
২) গতি বিধির উপর নজর রাখা
৩) নির্দিষ্ট ভাবে না জানা গেলেও বোঝা যায় দুই পাশের অবস্থানেই তথ্য পাওয়া যাবে
৪) বিপদ সংকেত দেবে
৫) নিরাপত্তাকর্মী দের চোখ এড়িয়ে পাচার হওয়ার তথ্য এখানে পাওয়া যাবে
৬) প্রতিদিনের নিরাপত্তার অবস্তান দেশের সর্বোচ্য অবস্থানে থাকা আধিকারিকরাও জানতে পারবেন এবং সবটাই রেকর্ড থাকবে
৭) দুর্গম জায়গায় প্রাকৃতিক অবস্থানেরও খবর পাওয়া যাবে ,
৮) অনেক সময় শত্রু দেশ গোপনে অনেক অভিযান চালালে এই উপগ্রহ জানান দেবে।
তবে রাসায়নিক হামলার আগাম জানান পাওয়া যাবে কিনা সেটা জানা যায়নি এখনো।