Culture
নজর করবে নষ্টালজিয়া : এবারের হরিদেবপুর আদর্শ সমিতিতে !
যদি কিছুটা ফিরতে চান পিছনের ফেলে আসা দিনে তাহলে হরিদপুর আদর্শ সমিতি আপনাকে অনেক কিছু মনে করিয়ে দেবে।
৫১ তম বর্ষে হরিদেবপুর আদর্শ সমিতিতে এবারের উপস্থাপনা ” নস্টালজিয়া ” . স্মৃতির সরণিতে জমে থাকা আবছা হয়ে যাওয়া চিত্র ফুটে উঠতে পারে এই পূজা প্রাঙ্গনে। দেবী দুর্গার আগমন থেকে বিসর্জন সবটাই উঠে আসছে এই মণ্ডপে। বারিয়ারির পূজা মণ্ডপ থেকে বিসর্জনের বাবু ঘাট সবটাই এক লহমায় আপনার কাছে হাজির হতে চলেছে হরিদেবপুর আদর্শ সমিতির পূজা প্রাঙ্গনে।এবারের পুজোর থিমে হাতেখড়ি হচ্ছে তরুণ শিল্পী অয়নের , আর্ট কলেজের খুবই অল্প বয়সী শিল্পী অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে। বয়স অনেক কম হলেও বোঝার উপায় নেই কারণ এই শিল্পীর ভাবনা অনেকেই পিছনে ফেলে দেবে থিমের বাজারে যদি ভাবনা ও বাস্তবের মিল হয়।