নজির গড়লেন ইরফান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ নাম নথিভুক্ত করিয়ে নজির গড়লেন ইরফান
আইপিএলে বাইরের দেশ থেকে অনেক ক্রিকেটারকেই আমাদের দেশের হয়ে খেলতে দেখা গেছে কিন্তু এই প্রথম ভারতীয় ক্রিকেট দলের কোনো খেলোয়াড় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাম নথিভুক্ত করলেন। তিনি আর কেউ নন ভারতীয় ক্রিকেট দলের এক সময়কার বাঁ হাতি অলরাউন্ডার ইরফান পাঠান। তাঁকে দেশের হয়ে শেষ বারের মতো খেলতে দেখা গিয়েছিলো ২০১২সালে। সেই সময় শুরুর দিকে তাঁর খেলা রীতিমতো সারা ফেলেছিলো। কিন্তু গ্রেগ চ্যাপেলের হাত ধরে তাঁর সেই পারফর্মেন্সেরও বারোটা বেজে যায়। তারপর আইপিএলে ২ বছর ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও আর খেলতে দেখা যায় নি তাঁকে। কিন্তু আইপিএল তাঁকে জায়গা না দিলেও প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাম নথিভুক্ত করিয়ে সত্যিই নজির গড়লেন তিনি। ২২শে মে লন্ডনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য নিলাম হবে সেখানেই ভাগ্য নির্ধারণ হবে তাঁর। তবে নিন্দুকেরা বলছেন এই ভাবেই নাকি ইরফান জাতীয় দলে ঢোকার দরজা খুলতে চাইছেন! এটা ঠিক হোক বা ভুল সময়ই দেবে তার উত্তর।