Health

নতুন করে ৬১ জন করোনা আক্রান্ত রাজস্থানে, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৯০৬

ভয়ের বাসা বাঁধিয়ে রাখছে, বাড়ছে করোনা

@ দেবশ্রী : কমার বদলে প্রতিদিন করোনা সংক্ৰমিতের সংখ্যা বেড়েই চলেছে। রাজস্থানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। তবে এর মধ্যে স্বস্তির বিষয় হল, নতুন করে কারও মৃত্যু হয়নি। নতুন করে ৬১ জন আক্রান্ত হওয়ার পর রাজস্থানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৯০৬। বুধবার সকালে রাজস্থান স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবার রাজস্থানে নতুন করে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে।

আক্রান্ত ৬১ জনের মধ্যে জয়পুরে দু’জন, দুঙ্গারপুরে ১১ জন, উদয়পুরে ৩ জন, কোটায় ৬ জন, নাগাউরে ১৭ জন, সিকারে ৮ জন, সিরোহিতে ৪ জন, ঝুনঝুনুতে ৮ জন এবং বরণ ও ঝালাওয়ারে একজন করে আক্রান্ত হয়েছেন। ফলে রাজস্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫,৯০৬-এ পৌঁছেছে। স্বস্তির বিষয় হল, মরুরাজ্যে ইতিমধ্যেই করোনা-মুক্ত হয়েছেন ৩৩৫৪ জন। সক্রিয় করোনা রোগী ২৪০৯ এবং মৃত্যু হয়েছে ১৪৩ জনের।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: