নতুন খেলায় জোতিন্ময়ী : এবার তৃণমূল দলে।
মমতা ব্যানার্জী সভার শুরুতে নাম বললেন , গুরুত্ব দিলেন না।
সি পি আই এমের নেতৃত্ব সকলকেই নেতা করেন না , অনেক চিন্তা ভাবনা ও পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত হয়।
জ্যোতির্ময়ী ছিলেন দেশের মধ্যে পরিচিত মুখ, ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে একাধিক পদক জিতেছেন। বিজেপি প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায় কে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হারিয়ে ছিলেন।
কে এই জ্যোতির্ময়ী সিকদার “রাজনীতিতে ”
- লোকসভা সাংসদ, লোকসভা কাজের মেয়াদ – ২০০৪ – ২০০৯
- পূর্বসূরী সত্যব্রত মুখার্জী
- উত্তরসূরী তাপস পাল
সংসদীয় এলাকা কৃষ্ণনগর - জন্ম- ১১ ডিসেম্বর ১৯৬৯ (বয়স ৪৯)
- নদীয়া, পশ্চিম বঙ্গ
- দাম্পত্য সঙ্গী অবতার সিং , সন্তান ১ ছেলে
- থাকেন – কলকাতায়
- রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ছিল আজ থেকে বদলে গিয়ে তৃণমূল কংগ্রেস
গত বিধান সভা নির্বাচনে নদীয়া থেকে এনে সোনারপুর দক্ষিণে বাম মনোনীত সিপিআইএম প্রার্থী করা হয়েছিল । হেরেও গেছিলেন, কিন্তু নেতাদের কাছে তার গ্রহণ যোগ্যতা ছিল অনেকের থেকে বেশী। অনেক জায়গায় বাম সভা না হলেও ডাক পড়তো জ্যোতির্ময়ীর, এক সময় তার স্বামীকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল , জড়িয়ে ছিলেন অবৈধ্য কাজে। ক্ষমা পেয়ে যান সরকারে থাকার ফলে। আজ এই বিষয় নিয়ে আলিমুদ্দিনের নেতারা প্রকাশ্যে না বললেও গুঞ্জন চলছে , সেদিনের জ্যোতির্ময়ীর স্বামী কে ক্ষমাই কি আজ তৃণমূলের দিকে নিয়ে গেলো। এই ঘটনায় অনেকেই চমকে গেছেন, এরা কি সত্যি পার্টির লোক ছিল, না কিছু সুবিধের জন্য ? প্রশ্ন অনেক উত্তর খুঁজবে ওপিনিয়ন টাইমস।