Entertainment
নতুন ছবির আইটেম নাম্বারে আবার বলিউড মাতালেন নোরা ফাতেহি , দেখে নিন
'মারজাভা' ছবির গান 'এক তো কম জিন্দেগানি' মুক্তির পরই ভাইরাল হল নেট দুনিয়ায়।
শীর্ষা সেন : ‘মারজাভা’ ছবির ‘এক তো কম জিন্দেগানি’ গানটি মুক্তি পাবার পরেই ভাইরাল হয়েছে ভিডিওটি। সাদা পোশাকে বক্সিং রিঙে নিজের পারফরম্যান্স দিয়ে জমিয়ে দিয়েছেন নোরা। বিষয়টি তাহলে ঠিক কি তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক। সম্প্রতি মুক্তি পায় সিদ্ধার্থ মালহোত্রা এবং তারা সুতারিয়া অভিনিত ‘মারজাভা’-র ট্রেলার। যেখানে সিদ্ধার্থ মালহোত্রা এবং তারা সুতারিয়ার পাশাপাশি ভিলেনের চরিত্রে অভিনয় করছেন রিতেশ দেশমুখ।
‘মারজাভা’ -এর ট্রেলার মুক্তি পাবার পরে এবার সামনে এল এই ছবির আইটেম নাম্বার ‘এক তো কম জিন্দেগানি’। ‘জানবাজ’-এর হিট নম্বর ‘প্যার দো প্যার লো’-র রিমেক করেই ‘এক তো কম জিন্দেগানি’-কে তৈরী করা হয়েছে। যেখানে অল্প কিছুক্ষণের জন্য হলেও সিদ্ধার্থ আর নোরার রসায়ন আপনার মুড বদলে দেবে।