এক ঝাঁক নতুন প্রতিভার সন্ধান পাওয়া গেলো ‘কলাসংস্কৃতি কালাকার্স’-এর অনুষ্ঠানে।
গত ২৩ শে জুন কলকাতার গ্যালারি গোল্ডে গান, নৃত্য, আবৃত্তি ইত্যাদি বিষয় নিয়ে জমে উঠেছিল এ-দিনের আড্ডা।
শিশু শিল্পী আহিরের নৃত্য, মৌলি দে ও মৌসুমী পালের একক নৃত্য পরিবেশন এবং মৌলির ডান্স ট্রুপের ক্ষুদে শিল্পীদের নৃত্য প্রদর্শন এ-দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক অন্য মাত্রা পায়।
নৃত্য পরিবেশনায় বলিউডি কালচার তুলে ধরেন নৃত্য শিল্পী রিয়া।
সঙ্গীতের ক্ষেত্রে প্রত্যেক সঙ্গীতশিল্পী নিজেদের সেরার সেরাটা তুলে ধরেন তাদের কণ্ঠে। সঙ্গীতশিল্পী রিকতা, সীমা, কৃষ্ণা, অনিতা, সৌভিক, বিশ্বজিৎ, পিন্টু, শিবানী প্রমুখ শিল্পীরা তাঁদের সুরের জাদুতে উপস্থিত দর্শকদের মন ভরিয়ে তোলেন।
এ-দিনের সন্ধ্যের স্বাদবদল করলেন এই প্রজন্মের অভিনেতা কৌশিক গোস্বামী। উপস্থিত দর্শকদের তাঁর হাস্যরসের মাধ্যমে মন ভরিয়ে তোলেন তিনি।
এই সাংস্কৃতিক আড্ডায় উপস্থিত হয়েছিলেন মোহিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী সুমন্ত মুখার্জী। আগামী দিনে এই ধরণের অনুষ্ঠানে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
গোটা অনুষ্ঠানটির ষ্টুডিও পার্টনার হিসাবে ছিল ‘তালিমঘর’ ষ্টুডিও।
এই ষ্টুডিওর কর্ণধার সঙ্গীতশিল্পী সার্থক সেন উপস্থিত হয়ে সব শিল্পীদের উৎসাহ আরও বাড়িয়ে দেন।
গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বর্ণালী মল্লিক।
গোটা অনুষ্ঠানটিকে সুনিপুণ ভাবে গেঁথেছেন কলাসংস্কৃতির কর্ণধার – মিষ্টি মিতালি।
‘কলাসংস্কৃতি কালাকার্স’-এর ওয়েব মিডিয়া পার্টনার ছিল – ওপিনিয়ন টাইমস।
ওপিনিয়ন টাইমস-এর আউটপুট এডিটর শ্রী সুবীর দে-কে ধন্যবাদ জ্ঞাপন করেন কলাসংস্কৃতির কর্ণধার – মিষ্টি মিতালি।