
আবারও নতুন প্রতিভার সন্ধান দিতে আগামী ২৩শে জুন দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর সংলগ্ন গ্যালারি গোল্ডে এক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হচ্ছে।
‘Kalasanskruti’s Kalakars’ – নামের এই সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে গান, নৃত্য, শ্রুতি নাটক প্রভৃতি বিষয়।
কোনো সেলিব্রিটি এনে চমক নয়, একেবারে নতুন প্রতিভাদের নিয়ে এই চমক দিতে প্রস্তুত ‘কলাসংস্কৃতি কালচারাল গ্রুপ ‘।
আগামী রবিবার দুপুর ৩টে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে মৌলি দে-সহ ক্ষুদে-দের নৃত্যানুষ্ঠান, মৌসুমি পালের একক নৃত্যানুষ্ঠান-সহ ক্ষুদে শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের শিল্পীদের সঙ্গীত পরিবেশন করা হবে।
এই অনুষ্ঠানটির ষ্টুডিও পার্টনার হল – সঙ্গীত শিল্পী সার্থক সেনের ‘তালিমঘর’ ষ্টুডিও।
গোটা অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের দর্শকদের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে এসেছে – ওপিনিয়ন টাইমস।
২৩শে জুনের অনুষ্ঠানটি সুনিপুণ ভাবে গেঁথেছেন কলাসংস্কৃতির কর্ণধার – মিষ্টি মিতালি।
গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে আছেন বর্ণালী মল্লিক।
উদ্দেশ্য, গত ৫ই মে হয়ে যাওয়া ‘বৈশাখী বৈঠকী আড্ডা’ এবং আগামী ২৩শে জুনের থেকে নতুন শিল্পীদের নিয়ে আসন্ন শারদীয়ার আগেই এক সুন্দর-স্বর্ণালী সন্ধ্যা উপহার দেওয়া।