নতুন বছরেও নেই স্বস্তি, বাড়ল ভর্তুকিহীন সিলিন্ডারের দাম।
ক্রমশই বৃদ্ধি পাচ্ছে গ্যাস সিলিন্ডারের দাম, আর মাথায় হাত পড়ছে মধ্যবিত্তদের।
@ দেবশ্রী : এমনিতেই হেঁশেল সামলাতে মানুষ হচ্ছেন নাজেহাল, বাজারে কিছু জিনিস কিনতে গেলেই মাথায় দিতে হচ্ছে হাত। আর নতুন বছরের শুরুতেই, আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। আর আবারও গ্যাসের দাম বৃদ্ধির কারনে মধ্যবিত্তদের মাথায় পড়ল হাত। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বৃদ্ধির কথা আগের বছরেই বলা হয়েছিল। এবার নতুন বছরের শুরুর দিন থেকে সেই নতুন দাম কার্যকর হল।
সূএের মাধ্যমে জানা যায়, ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ২১ টাকা ৫০ পয়সা। ফলে ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ৭৪৭ টাকা। তবে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম একই রয়েছে। সেই দামের কোনোরকম পরিবর্তন হয়নি।
যদিও কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে বছরে ১৪.২ কেজি ওজনের ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি পায় গ্রাহকরা। আর সেই ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। এরপর কোন গ্যাস সিলিন্ডার কিনতে গ্রাহকদের ৭৪৭ টাকাই দিতে হবে। হিসাব অনুযায়ী, গত চারমাসে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম মোট দাম বেড়েছে ১৪৬ টাকা। এর পরেও যদি এই হারে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়তে থাকে তাহলে মধ্যবিত্তদের পড়তে হবে বিরাট মুশকিলে।