নতুন বছরের প্রথম দিনে নেই কোনো শঙ্কা, আকাশ থাকবে পরিষ্কার।
বছরের শেষ দিনে পারদের মান একটু বাড়লেও, আবারও কমবে তাপমাত্রা, জানাচ্ছে আবহাওয়া দফতর।
@ দেবশ্রী : কালকেই আগমন হতে চলেছে নতুন বছরের। তবে তার আগেই, সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আর বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরে সকাল থেকেই আকাশ রয়েছে পরিষ্কার। রোদ ঝলমলে দিনের সাথে রয়েছে হাল্কা শীতের আমেজও। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বছরের শেষে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে একধাক্কায় বেড়ে তা দাঁড়িয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।
পারদ সামান্য বাড়লেও শীতের আমেজ কিন্ত যায়নি শহর থেকে। বরং হাড়কাঁপানো ঠান্ডার বদলে এখন শীতের আমেজ উপভোগ করছেন শহরবাসী। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে নতুন বছরের প্রথম তিনদিন বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
১ তারিখ দুপুরের পর শুরু হবে বৃষ্টি। সেদিন হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ২ জানুয়ারি থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল আলিপুর। ৩ তারিখ দুপুরের পর বৃষ্টি কমার পূর্বাভাস জানিয়েছিল হাওয়া অফিস।
তবে নতুন করে দেওয়া পূর্বাভাসে আলিপুর জানিয়েছে বছরের প্রথম দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার ২ জানুয়ারি থেকে। পশ্চিমী ঝঞ্ঝার গতি কিছুটা শ্লথ হয়ে যাওয়ায় বর্ষবরণের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেলার দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির দু-এক জায়গায় বিক্ষিপ্ত এবং হাল্কা বৃষ্টি হতে পারে। কিন্তু শহর কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তবে ২ জানুয়ারি দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার অর্থাত্ ৩ জানুয়ারিও চলবে বৃষ্টি। আর শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদঝলমলে দিনের সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতেই বৃষ্টির দাপটে একধাক্কায় কিছুটা পারদ পতন হবে বলে মনে করছেন আবহবিদরা। তবে সপ্তাহ শেষে তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।