Weather

নবমীর মুখভার , সকাল থেকেই মেঘলা : সংকোচেও জনজোয়ার

দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

প্রেরণা দত্ত :পুজোর আনন্দে জল ঢালতে কলকাতায় মাঝে মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি।আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অষ্টমীর আনন্দ শেষে আজ নবমীতে দুর্গোৎসবের শেষদিনে গা ভাসাতে তৈরি সবাই ।সকাল থেকেই শুরু ঠাকুরদেখা।

কলকাতার উত্তর থেকে দক্ষিণ, এবারও থিম বনাম সাবেকিয়ানার লড়াই তুঙ্গে। বারোয়ারি পুজোর পাশাপাশি বনেদি বাড়ির পুজোতেও উমা আরাধনা ঘিরে একইরকম উন্মাদনা।কলকাতার উত্তর থেকে দক্ষিণ, এবারও থিম বনাম সাবেকিয়ানার লড়াই তুঙ্গে। বারোয়ারি পুজোর পাশাপাশি বনেদি বাড়ির পুজোতেও উমা আরাধনা ঘিরে একইরকম উন্মাদনা।কলকাতার উত্তর থেকে দক্ষিণ, এবারও থিম বনাম সাবেকিয়ানার লড়াই তুঙ্গে। বারোয়ারি পুজোর পাশাপাশি বনেদি বাড়ির পুজোতেও উমা আরাধনা ঘিরে একইরকম উন্মাদনা।পুজোর ভিড় সামলাতে দিনরাত এক করে কাজ করছে কলকাতা পুলিশও। পুজোর সময় শহরবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতার অলিগলিতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় খাকি ও সাদা উর্দিধারীরা।

বৃষ্টির জেরে ঠাকুরদেখায় খানিকটা ছন্দপতন ঘটেছে ঠিকই, তবে অনেকেই বৃষ্টি মাথায় নিয়েই দেবীদর্শনে মেতেছেন। উল্লেখ্য, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর দিন কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। তাই বৃষ্টি দুর্ভোগ না থাকায় নির্বিঘ্নে দুর্গা দর্শন করতে পেরেছেন শহরবাসী।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: