Big Story

নবান্নের চিঠি এলো NRS আন্দোলনকারীদের হাতে : জয় দেখছেন অনেকেই

আদেও হবে কি সমাধান , সংশয় আন্দোলন কারীদের মধ্যে

জুনিয়র ডাক্তারদের ডাকলেন সোমবার দুপুরে নবান্নে , সরকারি চিকিৎসায় দীর্ঘ অচলাবস্থার পর জট খোলার পথে ! ১৪টি মেডিক্যাল কলেজ থেকেই জুনিয়র ডাক্তাররা আসবেন এই বৈঠকে।


১৩০ ঘন্টার জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পর দাবি মেনে নিল রাজ্য সরকার। নবান্নের চিঠি NRS-এ পৌঁছল আন্দোলনকারীদের কাছে , নবান্নের বৈঠকে আজ ডাকা হয়েছে জুনিয়র ডাক্তারদের বিকেল ৩টের সময়। গতকালের জেনারেল বডির মিটিং-এ উপস্থিত ছিলেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল, সিনিয়র ডাক্তার, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা-সহ কর্মচারী , নার্সদের প্রতিনিধি । তবে মুখোমুখি আলোচনার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে ? এদিকে একেপর এক শর্ত চাপাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, বাড়ছে মানুষের ভোগান্তি। এখন আজ ১২ টায় মুখ্যমন্ত্রী বলেন বৈঠক হবে তারই চিঠি দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের। কী সিদ্ধান্ত নেবেন তিনি? ফের প্রশ্ন চিহ্নের মুখে রফাসূত্র। দীর্ঘ বৈঠক থেকে যা নির্যাস বেরলো তাতে স্পষ্ট, আপাতত উঠছে না কর্মবিরতি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: