Uncategorized
নবান্নের নতুন নির্দেশিকা ৫০% কর্মী নিয়ে খোলা হবে সেলুন এবং বেউটিপার্লার

তিয়াসা মিত্র : প্রশাসন ২ রা জানুয়ারী ঘোষণা করেছিল ৩ জানুয়ারি থেকে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সেই মতন এগোচ্ছিল একঅংশিক লোকডাউন পর্ব, তবে কাল নবান্নে বৈঠকের পর নতুন নির্দেশিকাতে বলা হয়ে সেলুন এবং বেউটিপার্লার খোলা যাবে তবে রাত ১০ টা পর্যন্ত এবং ৫০% কর্মী নিয়ে হবে কাজ। মালিককে নিশ্চিত হতে হবে তার সমস্ত কর্মীরা ডবল ডোজ ভ্যাকসিন নিয়ে নিয়েছে কিনা।
তবে কোরোনার প্রকোপ প্রতিদিন বেড়েই চলেছে হাজারে হাজারে সেই কথা মাথাতে রেখে পরিকল্পিত কাজ করা উচিত।