নরকীয়ভাবে মৃত্যু উত্তরপ্রদেশের দুই সাধুর, গ্রেফতার অভিযুক্ত
কেবলমাত্র বদলা নিতে গিয়েই প্রাণ কাড়ল দুই সাধুর
@ দেবশ্রী : মহারাষ্ট্রের পালঘরের পর আবারও একটা নরকীয় হত্যার সাক্ষী রইল উত্তরপ্রদেশের বুলন্দশহর। শিব মন্দিরে ঘুমিয়ে থাকা দুই সাধুকে খুন করল এক দুষ্কৃতী। জন্য যাচ্ছে ইতিমধ্যে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, বুলন্দশহর জেলার অনুপশহর থানা এলাকার পাগোনা গ্রামে এই হত্যাকাণ্ডটি হয়েছে। সোমবার রাতে গ্রামের একটি শিব মন্দিরে ঘুমাচ্ছিলেন জগন দাস (৫৫) ও সেবাদাস (৩৫)। তখনই হানা দেয় আততায়ী। আজ মঙ্গলবার সকালে মন্দির চত্বরে দুই সাধুর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপর হত্যায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হতে তুলে দেয় খোদ গ্রামবাসীরা।
বুলন্দশহরের পুলিশ প্রধান সন্তোষ কুমার সিং জানিয়েছেন, কয়েকদিন আগে নিহত সাধুদের একটি চিমটা চুরি করে অভিযুক্ত। বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে বেশ দু’কথা শুনিয়ে দেন সাধুরা। আর তার বদলা নিতে এই হত্যাকাণ্ড ঘটায় ধৃত ব্যক্তি। তবে গোটা বিষয়টি আরও ভালভাবে খতিয়ে দেখছে পুলিশ। কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।