Culture

নাগতলা উদয়নের এবারের উপস্থাপনা ” জন্ম ” , শিল্পী ভবতোষ সূতারের সাথে একান্ত সাক্ষাৎকার

এবারের ভাবনার মধ্যে দিয়ে বাস্তবে মূল্য বোধের অভাবে ক্ষয়িষ্ণু সম্পর্কের হালকা সুতোর ওপর দাঁড়িয়ে অবস্থান করছে সমাজ। এটা বিপদের প্রতিনিয়ত ইঙ্গিত দিচ্ছে। প্রায় সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট অঞ্চল জুড়ে কাজ করছে। কলকাতার বড় বাজেটের প্রথম সারির পুজো।

শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় এবারের নিবেদন ” জন্ম ” // নাচে জন্ম , নাচে মৃত্যু // শহরের নজরকাড়া উপস্থাপনা শেষের দশ বছরে দূর্গা পুজোর উৎকর্ষতা বাড়িয়েছে নাকতলা উদয়ন। শিল্পী ভবতোষের ভাবনায় একদম আলাদা ঘরানায় তৈরি হচ্ছে এবারের উপস্থাপনা “জন্ম ”

জন্ম আর মৃত্যুর মধ্যে- আগে -পরের অবস্থান কে নিয়ে কাজ। খুবই কঠিন প্রয়াস , পৃথিবীতে প্রাণের হিল্লোল , আর জন্ম- মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকা জীবন সংগ্রামের সময় সভ্যতাকে সামনে রেখে এক অনুভূতি পূর্ণ অবস্থান কে উপস্থাপনা সহজ ব্যাপার নয়।ভাবনা ও বাস্তবের মধ্যে সমন্বয় সৃষ্টি করবে এক অনন্য নিবেদন , আশায় আছেন ক্লাবের উদ্যোক্তারা।নাকতলা উদয়নের এবারের ভাবনা কিছুটা দার্শনিক ‘অসু-অন্ত’।

এককথায় জন্ম থেকে মৃত্যুর অমোঘ দার্শনিক চলন। মুম্বইয়ের সিনেমা জগতে ব্যবহৃত চারটি প্রজেক্টারের মাধ্যমে হবে শ্বেতবর্ণা দুর্গার রূপদান। পার্থবাবুর দাবি অনুসারে, বিগ্রহের শুধুমাত্র চাক্ষুষ দর্শন নয়, একটা আধ্যাত্মিক উপলব্ধিতে পৌঁছে দেওয়ার চেষ্টা রয়েছে সুশান্তের এবারের পরিকল্পনায়। প্রযুক্তির হাত ধরেই দার্শিনিকতার পাঠ উপস্থাপনার চেষ্টা করেছেন শিল্পী।আর এই নিয়ে যুব কল্যাণ শারদ সম্মান ২০১৯ এর প্রথম পর্বের পরিদর্শন। অপেক্ষা আর কয়েক দিন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: