নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করার অপরাধে গ্রেফতার যুবক l
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত কাশিপুর এলাকায়।
১৫ তারিখ সন্ধ্যেবেলায় নাবালিকা মেয়ে এবং তার দাদা স্থানীয় একটি খাবারের দোকানে খাবার কিনতে যায়। খাবার কিনে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক আনন্দ দত্ত নাবালিকা মেয়ের পথ আটকায় এবং তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। সে সেখান থেকে কোনো রকমে বাড়ি ফিরে এসে যখন সে তার প্রতিবেশী মনোরঞ্জন রায়ের বাড়িতে যায়, তখন আনন্দ দত্ত নাবালিকা মেয়ের মুখ চেপে স্থানীয় বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নাবালিকা মেয়ে আনন্দ দপ্তর হাতে কামড়ে দিয়ে পালিয়ে যায় বাড়িতে পুরো ঘটনাটি জানায় l
পরবর্তীতে এই নাবালিকা মেয়ে টিউশন থেকে বাড়ি ফেরার পথে আনন্দ দত্ত পথ আটকায় এবং মেয়েটির নম্বর চায়, ফোন নম্বর দিতে অস্বীকার করলে তখন তাকে হুমকি দেয় এই ঘটনা জানাজানি হলে তাকে এবং তার পরিবারকে প্রাণে মেরে ফেলার কথা বলে তারপর নাবালিকা মেয়ের পিতা সুজিত বিশ্বাস হাবড়া থানার দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে আজ তাকে পোকসো আইনে মামলা রুজু করে বারাসাত আদালতে পাঠিয়েছে এবং নাবালিকা মেয়ের গোপন জবানবন্দি নেওয়ার জন্য বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়।