Sports Opinion
না এটা কোন সার্কাস পার্টির ভিডিও নয় : গরু খেলছে ফুটবল
বল কন্ট্রল কাকে বলে , অপজিশন কে সামলানো চাট্টিখানিক কথা , দেখুন কাছে এলেই সিং উঁচিয়ে। নাতো ফাউল হলে বলবেন না কেও !
বর্ষার দিন সাদ করে পাড়ার ছেলেরা খেলতে নেমেছে বৃষ্টি ভেজা মাঠে।ও যে খেলতে নেমেছে , বল দেবে না কাউকে , নিতে এলেই বিপদ। এই ভিডিও এখন ভাইরাল হয়েছে। ওদিকে কোপা আমেরিকায় প্রতিদিন চলছে রুদ্ধশ্বাস ম্যাচ কিন্তু অভাগা ভারতবাসী তারা দেখতে পাবেন না ওই ম্যাচ। তবে কি হয়েছে , মন খারাপ করার কি আছে দেখুন – কি বল কন্ট্রোল , পজিসন সেন্স আর বলাই বাহুল্য বিপক্ষকে কি ভাবে রুখবে। ঠিক বিপক্ষের দলের খেলোয়াড়রা বল কেড়ে নিলো তার পর আবার পা ঘুরে অন্য খেলোয়াড় ঠিক সেই মত উনিও বল কনট্রিল কাকে বলে , অপজিশন কে সামলানো চাট্টিখানিক কথা , দেখুন কাছে এলেই সিং উঁচিয়ে। নাতো ফাউল হলে বলবেন না কেও !
কভার করলেন , পজিশন নিলেন সঙ্গে বল এবং গোলের দিকে এগালেন। তারপর কি করল সেটা দেখুন। দেখে নিশ্চয় মন ভোরে যাবে !