নিখোঁজ কেন মহিলা পুলিশ অফিসার ওসি অপর্ণা দেবনাথ ” ? ” কৈলাসহর মহিলা থানার : ত্রিপুরা শহরে গুঞ্জন
সরকারের ওপর চাপ বাড়ছে কোথায় গেলেন ওই পুলিশ অফিসার ? অভিযোগ সোশ্যাল মিডিয়া তে খবর চাউর হবার পর ঘটনাটি চেপে যাবার চেষ্টা করছেন বিপ্লব প্রশাসন।
রহস্যজনক অন্তর্ধানে কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ।গত ৫ জুন থেকে নিখোঁজ অপর্ণা।জেলার এসপি অফিস, এসডিপিও অফিস ও থানা থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা চলছে।তারপরও অপর্ণা দেবনাথের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না।তার মোবাইল ফোনও বন্ধ। আগরতলাতে মেডিক্যাল বোর্ড তাকে তলব করেছে বলে থানায় জানিয়েছিলেন অপর্ণা দেবনাথ।এই উদ্যেশ্যে আগরতলাতে আসার কথা বলেই থানা ত্যাগ করেছিলেন এই মহিলা পুলিশ আধিকারিক।
যদি ঘটনার সত্যতা থাকে ববে প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে
১) কম এই মহিলা অফিসার নিখোঁজ হলেন ?
২) কেন তার ট্রান্সফার করা হল ?
৩) সোজা সাপ্টা কথা স্বভাবের অপর্ণা কেন নিখোঁজ ?
৪) পরিবার এত চুপ কেন ?
৫) সকলের প্রিয় দফতরের সকলে চুপ কেন?
রাজনৈতিক মহলে গুঞ্জন তাহলে কি গোপন কোন তথ্য কি জেনে ফেলেছিলো বিজেপি সরকারের , না নিছকই মেডিকেল টেস্টের ভয়ে কিছুদিনের জন্য নিখোঁজ , সব কিছুই জানা যাবে তবে অপর্ণা দেবনাথ ফায়ার এলে।