নিজের কবর খুড়ছেন নিজে মমতা বন্দ্যোপাধ্যায় : অপর্ণা
কদিন আগে একটি টিভি চ্যানেলে অপর্ণা সেন বিশিষ্ট অভিনেত্রী ও চলচিত্র পরিচালক বলেন 'মমতা নিজের কবর নিজে খুড়ছেন'।
উনিবলেন “মুখ্য মন্ত্রী তিনি মুখ্য মন্ত্রীর মত আচরণ করছেন না। জয় শ্রী র্যাম বললেই খেপে যাচ্ছেন , রাস্তায় দাঁড়িয়ে তারা করছেন , হুমকি দিচ্ছেন ইটা কি ওর মানায়”
তিনি তো সবার মুখ্য মন্ত্রী।
আপনারা সেনের মন্তব্য নিয়ে রাজ্যে সমালোচনার ঝড় উঠেছে উভয় পক্ষে। রাজনৈতিক মহলে এই বক্তব্যের বিষয়ে কিছু না বললেও অপর্ণা সেনের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। বেশ কিছু প্রশ্নও উঠেছে
১) নন্দীগ্রাম ও সিঙ্গুরের ক্ষেত্রে যে ভূমিকা ছিল অপর্ণা সেনের সেই ভূমিকা ২০১১ থেকে ১০১৯ পর্যন্ত দেখাক যায় নি কেন ?
২) কামদুনি থেকে কাকদ্বীপ কেন চুপ করে ছিলেন ?
৩) তিনি আধুনিকা যখন মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট কান্ড কে ছোট ঘটনা বললেন , তখন কেন মুখ খোলেন নি ?
৪) তিনি নন্দী গ্রাম থেকে সিঙ্গুর কত না কচু করলেন যখন ২০১১ তে জোর করে পঞ্চায়েত থেকে বিধায়ক কে চাপ দিয়ে দল বদল করলেন তখন, যখন ২০১১ থেকে জেলায় জেলায় ঘর ছাড়া হল মানুষ তখন কেন কিছু বললেন না।
৫) বহু মানুষ খুন হল , অনুব্রত থেকে আরাবুল, সাহারাদা থেকে নারদ হল , আড়াই কোটি মানুষ লুট হল তখন কিছু বললেন না।
এখন কি বিজেপির ঘুড়ি উড়ছে তাই নতুন ইঙ্গিত দিচ্ছেন অপর্ণা সেন , যাই হোক রাজনৈতিক মহলের সমালোচনা ওপিনিয়ন টাইমস জানতে চায় আগামীতে যে কোন বিষয়ে অপর্ণা কে কি পাওয়া যাবে সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে ?