শহরের অভিজাত এলাকায় বাড়ি থেকে উদ্ধার হলো এক বৃদ্ধের রক্তাক্ত দেহ। প্রাথমিক তদন্তে তার গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা তদন্ত শুরু করেছে।
৪২নং ব্রড স্ট্রিট এলাকার বাড়ি থেকে খুন হন বিশ্বজিৎ নামে এই বৃদ্ধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এ দিন সকালে কাজের লোক এসে ডাকাডাকি করেও সাড়া পাননি বিশ্বজিৎবাবুর ভীতরে ঢুকে ওই কাজের লোক দেখেন ,রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পরে রয়েছেন বিশ্বাজিৎবাবু ,উদ্ধার হয় একটি ছুরিও। তার আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সাধারণ ভাবে বাংলায় বর্ষা ঢোকে ৮জুন। এ বার সেই দিনে বর্ষা পৌঁছবে করলে। বর্ষা করলে ঢোকার পরে তার চৰিত্র বিশ্লেষণ করে এ ব্যাপারে কিছু বলা যেতে পারে। ফলে এ রাজ্যে বর্ষা আসতে জুনের তৃতীয় সপ্তাহ গড়িয়ে যাবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।