West Bengal
নদিয়া জেলা সি পি আই এম অন্ধকারে – কেন জোতিন্ময়ী তৃণমূলে !
সোজা সাপটা সুমিত দে ,সি পি আই এম জেলা সম্পাদক নদীয়া
- কিসের আশায় দলবদল ? প্রশ্ন অনেকের , তাই ওপিনিয়ন টাইমস সরাসরি কথা বললেন সি পি আই এমের জেলা সম্পাদক সুমিত দের সাথে ইনপুট এডিটর রাহুল গুপ্ত .
ওপিনিয়ন টাইমস: নদীয়া জেলা সি পি আই এমের জেলা সম্পাদক ও রাজ্য সংগঠক সুমিত দে কে জিজ্ঞাসা করা হল : - ওপিনিয়ন টাইমস: কি ভাবে জানলেন ?
- সুমিত দে – আমি সংবাদ মাধ্যমে শুনলাম ও তৃণমূলে গেছে।
- ওপিনিয়ন টাইমস: উনি কি আপনাদের সাথে যুক্ত নন ?
- সুমিত দে – যুক্ত তো বটেই , ব্রিগেডে এসেছে
- ওপিনিয়ন টাইমস: জেলার সংঘটনের সাথে কি যুক্ত ছিলেন না ?
- সুমিত দে- না ওতো রাজ্য পাটির সাথেই যুক্ত , কিশোরে বাহিনী , বিভিন্ন গণ সংগঠন এর সাথে যুক্ত হয়ে কাজ করছিলো।
- ওপিনিয়ন টাইমস: ২০০৯ এর পর ২০১৬ তে আপনাদের দলের প্রার্থী ছিল দক্ষিণ সোনার পুর অঞ্চল থেকে , কেন এই দলত্যাগ ?
- সুমিত দে- জানি না
- ওপিনিয়ন টাইমস: কেন দল ছাড়লো খোঁজ নেবেন
- সুমিত দে : যা করবে রাজ্য পার্টি করবে
- ওপিনিয়ন টাইমস : জোতিন্ময়ী কে লোক সভার টিকিট দেন নি বলে কি দল ত্যাগ ?
- সুমিত দে : কি বলবো এগুলো আমাদের পার্টি তে এভাবে হয় না। সরকারে থাকলে হয়তো বেশি কিছু …… লোভ করলে অন্য দল
- ওপিনিয়ন টাইমস : এর কোনো প্রভাব পরবে কি দলে ?
- সুমিত দে : ব্রিগেড দেখে মনে হয়