নিবিড়ে বাড়ছে। নীরবে তৈরী ওরা : স্বাধীনতা দিবসে ফুটবল পায়ে এক জোট যুবরা !
“হিংসা নয়,বিদ্বেষ নয় সম্প্রীতির পথে, সকলের সাথে।” স্বাধীনতা দিবসে এসো খেলি ফুটবল।
“হিংসা নয়,বিদ্বেষ নয় সম্প্রীতির পথে, সকলের সাথে।” স্বাধীনতা দিবসে এসো খেলি ফুটবল।১১৫,১২২,১২৩ নং ওয়ার্ডের যুবক যুবতীদের নিয়ে ফুটবল খেলা হবে।সাথে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে রাখি বন্ধন।উপস্থিত থাকবেন বিশিষ্ট ফুটবলার অনিরুদ্ধ কোলে ও বিমর সরকার(চিরাগ ইউনাইটেডের প্রাক্তন অধিনায়ক) . আর এই নিয়ে উন্মাদনাতার শেষ নেই কচি কাঁচা থেকে সব বয়সের।

সবকটা ওয়ার্ড থেকেই নাম বাড়ছে তালিকায়। ১৬ থেকে ৫০ আগ্রহের সীমা নেই। তাই অবকাশ নেই বাম যুব দের। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আয়োজনে স্বাধীনতার দিবসে খেলার মাঠে রাখিবন্ধন দিয়ে শুরু গান গল্প আড্ডায় খেলার আকর্ষণ আরো মানুষের কাছে এই উদ্যোগকে পৌঁছে দেবে বলে মনে করেন আয়োজক সংঘঠন।
ওপিনিয়ন টাইমস এই খেলার মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে বিকেল ৩ টের পর !
লক্ষ্য রাখুন : https://www.facebook.com/pg/opiniontimes.in/
http://www.opiniontimes.in