Science & Tech

নিষ্ঠার সাথে চেষ্টা সফল হবেই ,ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে ইসরো, দিন ১৪-১৫ লাগবে : কে শিবন

ইসরো চেয়ারম্যান এক দূরদর্শন কে জানিয়েছেন সপ্তাহ দুয়েক লাগবে ল্যান্ডারের বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপনের।

কে শিবন জানালেন অনেক কিছুর ওপর নির্ভর করে এই বিষয় গুলো , সেই সাথে জানালেন কৃষক পরিবারের ছেলে কঠোর পরিশ্রম করে আজ ইসরোর চেয়ারম্যান
আমরা সোফিল হব শুধু সময়ের অপেক্ষা। সহজে হাল ছাড়তে নারাজ কে শিবন।

ইসরো তরফে বলা হয়েছে মিশন ৯০ থেকে ৯৫ শতাংশ সফল হয়েছে , এর পাশাপাশি অরবিটারের আয়ু ১ বছর থেকে বেড়ে হয়েছে ৭ বছর। কে শিবন জানান ”অভিযানের প্রতিটি ধাপের সাফল্যের পর্যালোচনা হয়েছে। ১০০ শতাংশের কাছাকাছি সফল হয়েছে মিশন।এই আয়ু একবছর ভাবা হয়েছিল। কত দিন কাজ করতে পারবে সেই নিয়ে সংশয়ের কোন অবকাশ নেই। কে শিবন বলেন কারণ জ্বালানি থাকায় সেটি সাড়ে সাত বছর চাঁদের কক্ষপথে থাকবে।

কে শিবন এক বৃবিতিতে বলেন যে এই অভিযান খুবই জটিল পরীক্ষা।প্রযুক্তিগতভাবে বিগত অভিযানের চেয়ে অনেকখানি এগিয়ে।অরবিটার, ল্যান্ডার ও রোভার চাঁদের দক্ষিণ মেরুর অভিযানে কাজে লাগানো হয়েছিল । ০.৩এম হাই রেজোলুশনের অরবিটার ক্যামেরাটি । শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেনি যা চন্দ্র অভিযানে করা হয়েছে। ফলে সব মিলিয়ে নিরাশার কিছু নেই , ভীষণ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে ইসরো আশাবাদী যে তারা সফল হবেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: