Entertainment

নেটফ্লিক্সে আসছেন বলিউড বাদশা,সঙ্গে ডেভিড লেটারম্যান

শোয়ের প্রথম এপিসোডের টিজার সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে।

প্রেরনা দত্ত : নেটফ্লিক্সে ২৫ অক্টোবর প্রচারিত হবে ‘মাই নেকস্ট গেস্ট নিডস নো ইনট্রোডাকসন’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। যে এপিসোডের অতিথি হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। টিজারে শাহরুখকে বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা বলে উল্লেখ করেন ডেভিড লেটারম্যান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে নেটফ্লিক্স।প্রকাশিত ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও চিত্রে ডেভিড লেটারম্যান শাহরুখ খানকে সিনেমা দুনিয়ার বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার বলেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, আমি এই সফরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আনন্দ করেছি।শাহরুখের পরিবারের সঙ্গে ইদ সেলিব্রেট করেন ডেভিড লেটারম্যান। শাহরুখ নিজের হাতে তাঁকে ইতালিয়ান খাবার বানিয়ে খাওয়ান। টিজারে রয়েছে সেই সমস্ত দৃশ্যের কিছু ঝলক।শাহরুখ খান জানিয়েছেন, ‘আমার জন্য এই মানের একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা আনন্দের।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: