নেটফ্লিক্স দুনিয়ায় প্রথম পদার্পন করলেন কাজল
'অজয় দেভগান ফফ্লিমস' ও কাজল একইসঙ্গে ডিজিটাল মিডিয়ায় নিজেদের ডেবিউ সেরে ফেললেন।

শীর্ষা সেন : বলিউডের প্রথম সারির অভিনেত্রী কাজলকে এবার দেখা যাবে নেটফ্লিক্সের দুনিয়ায়। নিজের স্বামী অজয় দেভগানের প্রযোজনায় একটি চলচ্চিত্র খুব শীঘ্রই আসতে চলেছে নেটফ্লিক্সে। ছবিটি পরিচালনা করবেন রেণুকা সাহানে। ছবির নাম ‘ত্রিভঙ্গ’ এই ছবিতেই কাজল ডেবিউ করবেন নেটফ্লিক্সে। কাজলের সহ অভিনেতা-অভিনেত্রী হিসেবে এই ছবিতে রয়েছেন কুনাল রায় কপূর , মিথিলা পালেকার এবং তন্বী আজমী। এই প্রসঙ্গে বলা যায় , ‘ দুশমন ‘ ছবিতে তন্বী আর কাজল একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন এবং তাঁদের এই জুটি দর্শকের মন কাড়ে। ছবির শুটিং হবে মুম্বাইতেই। তিনটি প্রজন্মের তিনটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রকে ঘিরে তৈরী হয়েছে ‘ত্রিভঙ্গ’-এর গল্প। চলচ্চিত্রের কাহিনীটির টাইমলাইন আশির দশক থেকে সমকালীন সময়ের মধ্যে আবদ্ধ। প্রথমবার পরিচালকের ভূমিকা পেয়ে রেণুকা বেশ খুশি। তিনি বললেন, ‘‘সুযোগটা পেয়ে খুব খুশি। নেটফ্লিক্সের দৌলতে সারা বিশ্বের দর্শককে ছবি দেখাতে পারব।’’ আর এই প্রজেক্টের হাত ধরে ডিজিটাল মিডিয়ায় ডেবিউ করছে ‘অজয় দেভগান ফফ্লিমস’। কাজলকে শেষবার দেখা গিয়েছিল প্রদীপ সরকারের ‘ হেলিকপ্টার ইলা ‘ য়।