West Bengal
নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে জয় শ্রীরাম স্লোগান তুললে মারধর করে কলেজের টিএমসিপির ছাত্ররা
অশোকনগরে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা দিয়ে বেরোনোর সময় জয় শ্রীরাম স্লোগান তোলে পরীক্ষার্থী ভাষ্কর রায়। কলেজের টিএমসিপির ছাত্র পরিষদের ছেলেরা বেধড়ক মারধর করে ভাষ্কর রায়কে। এবিএবিভিপি-র সাধারণ সম্পাদক স্বর্ণেন্দু চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও বেধড়ক মারধর করা হয়। সেখান থেকে সে পালিয়ে অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে।
নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের জিএস সৌরভ পাল বলেন – “এরকম কোনো ঘটনা ঘটেনি।” তিনি এও বলেন – “কলেজের ভিতরে এসে ছেলেরা কলেজের সামনে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে তবে পুলিশ সক্রিয় থাকাতে তা করতে পারিনি এবিভিপি-র ছেলেরা। আমরা কারোর গায়ে হাত দিই নি। ওরা নিজেরা নিজেরা বানিয়ে এই ঘটনা পাঠিয়েছে।”