West Bengal
নেতাদের অনিয়ন্ত্রিত ব্যবহার বিশৃঙ্খলা সৃষ্টি করলো মোদির সভায়
সমর্থকদের ওপর নিয়ন্ত্রণ নেই নেতাদের প্রমান হলো মোদির সভায়
গরমে অতিষ্ট জনজীবন ,তার মধ্যেই জোরকদমে চলছে নেতা- মন্ত্রীদের সভা। আজ অর্থাৎ ৯ই মে পুরুলিয়ায় সভা ছিল মোদির। ওদিকে পুরুলিয়ায় এই মুহূর্তে তাপমাত্রা ৪০ডিগ্রি। কর্মী সমর্থকদের যাতে গরমে কষ্ট না হয় সেই জন্য ত্রিপল টানানো হয়েছিল। আর এই নিয়েই বাঁধে বিপত্তি। গরমে ত্রিপলের তলায় সবাই আস্তে গিয়ে গন্ডগোল বাঁধে। পুলিশি হস্তক্ষেপে জনতা আরো ক্ষেপে যায়। এই ঘটনায় একটা কথাই বার বার মাথায় আসছে ,পুরুলিয়ার মত গরমে যেখানে মানুষ দুপুর রোদে বাড়ি থেকে বেরোতেই পারছে না সেখানে কি করে এই সময় সভা ডাকলেন মোদি?