Life Style

নেলপলিশ তুলতে আর প্রয়োজন নেই রিমুভারের

রিমুভার ছাড়া আর কি কি পদ্ধতিতে তুলতে পারেন নেলপলিশ জেনে নিন।

শীর্ষা সেন :   সাজগোজের এক অন্যতম অংশ নেলপলিশ। এমন কোনো নারী পাওয়া দুষ্কর যিনি নেলপলিশ পছন্দ করেননা। লাল নীল কালো সাদা সব রঙ-ই  পড়েন নেলপলিশ হিসেবে। এখন তো গ্লিটার ফিনিশ, গ্লসি ফিনিশ,  ম্যাট ফিনিশ সবই  বিখ্যাত মহিলা মহলে। কাজের চাপে রোজ রোজ নেলপলিশ পরিবর্তনের সময় হয়না। আর হাতের কাছে রিমুভার না থাকলে  নেলপলিশ তোলার কোনো উপায় থাকে না। 

হাতের ত্বক যথেষ্ট সূক্ষ্ম , বার বার কেমিক্যাল ব্যবহার করার ফলে তা আরো রুক্ষ হয়ে যেতে পারে। নেলপলিশ রিমুভার তৈরিতে ব্যবহৃত ক্যেমিকাল ত্বকের পক্ষে ক্ষতিকারক। এমনকি তা নখের জন্যও ক্ষতিকারক। তাই আর কি কি পদ্ধতিতে নেলপলিশ তুলবেন তা জেনে নিন।

কি কি পদ্ধতিতে তুলবেন নেলপলিশ জেনে নিন –

নখের ওপর সরাসরি ডিওডরেন্ট স্প্রে করে দিন৷ তারপর তুলো দিয়ে ঘষে তুলে নিন৷ একবারে রিমোভারের মতোই উঠে গিয়েছে৷ একবার স্প্রে করে না উঠলে দ্বিতীয় বার করতে পারেন৷ কিন্তু ডিওড্রেন্ট শুকনোর আগেই তুলে ফেলুন৷

ডিওড্রেন্টের মতই অন্যান্য পারফিউমও ব্যবহার করতে পারেন ডিওড্রেন্টের বদলে৷ তবে পারফিউমটা তুলোয় ঢেলে নিয়ে তবে ব্যবহার করুন৷

নেলপলিশ তুলতে টুথপেস্টও খুব কার্যকরী৷ মিন্ট দেওয়া টুথপেস্ট ব্যবহার করলে আরও ভালো৷ পুরনো একটি টুথব্রাশে অল্প টুথপেস্ট নিয়ে নখের উপর ঘষতে থাকুন৷ দেখবেন একেবারে নেলপলিশ উঠে গিয়েছে৷ তারপর নখটা ভালো করে ধুয়ে ফেলুন জল দিয়ে৷

হ্যান্ড স্যানিটাইজারও রিমোভারের ভালো কাজ করে৷ অথবা যেকোনও লিকুইড স্যানিটাইজার৷ এমনকি রিমোভারের চেয়ে দ্রুত কাজ করবে৷

হার্ডস্প্রে অথবা হেয়ারস্প্রেও নেলপলিশ তোলার কাজে ব্যবহার করতে পারেন৷ ডিওড্রেন্টের মতোই নখে স্প্রে করে ঘষে ফেলুন৷ পাতলা কাপড় বা তুলো কিংবা টিস্যু দিয়ে তুলে ফেলুন৷

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: