West Bengal
‘নয়ন তারা’ বিচার পেল নির্মম হত্যা কাণ্ডের :স্বামী খুনের দায়ে যাবৎজীবন কারাবাস
অনুশোচনা নেই , খুনের সাজা হল , তবুও নির্বিকার
বধূ নির্যাতন ও বধূকে খুনের অভিযোগে ধৃত স্বামী কে দোষী সাব্যস্ত করল বনগাঁ মহকুমা আদালত | 2010 সালে হেলেঞ্চা 2 নম্বর কলোনি বাগদা থানার বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস এর সঙ্গে বিয়ে হয় নদীয়ার বাসিন্দা নয়ন তারা দে এর | নয়ন তারা দের পিতার নাম খোকন দে | 2013 সালের 19 শে সেপ্টেম্বর নয়ন তারা দাদা পলাশ দে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার বোনের খুন করা হয়| বনগাঁ মহকুমা আদালতের এ ডি জে টু অসীম কুমার দেবনাথ দীপঙ্কর কে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে বধূ নির্যাতন খুন ও চক্রান্তের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে শাশুড়ি সহ মোট তিনজন মহিলা কে দুই বছরের সাজা ঘোষণা করা হয়