নয়া আন্তর্জাতিক মাইলস্টোন ছুঁতে চলেছেন হিটম্যান রোহিত শর্মা।
খেলার মাঠে বহুবার নিজেকে দুরন্ত ব্যাটসম্যান হিসাবে প্রমান করেছেন, আবারো বানাতে চলেছেন নয়া রেকর্ড তারকা ওপেনার।
@ দেবশ্রী : আর এক নয়া আন্তর্জাতিক রেকর্ড গড়তে চলেছেন হিটম্যান রোহিত শর্মা। যেভাবে বাইশ গজের মাঠে নিজের দাপট চালান এই ওপেনার, তেমনই মনে হয়, নয়া নয়া রেকর্ড আর রোহিত শর্মা যেন একে অপরের পরিপূরক। শুক্রবার ঠিক তেমনি এক দৃশ্যের অপেক্ষা করছে সমগ্র ক্রিকেটপ্রেমীরা। আগামী ৬ ডিসেম্বর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একটি মাত্র ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকানোর এলিট ক্লাসে ঢুকে পড়বেন রোহিত গুরুনাথ শর্মা।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ও বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ছক্কা হাঁকানোর অভিনব নজির গড়বেন ভারতীয় দলের এই হিটম্যান এবং তারকা ওপেনার। আন্তর্জাতিক সার্কিটে এই মাইলস্টোন রয়েছে প্রাক্তন পাক অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি ও বিধ্বংসি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস্টোফার গেইলের দখলে। যথাক্রমে ৪৭৬ ও ৫৩৪টি ছক্কা লেখা রয়েছে এই দুই ক্রিকেটারের নামের পাশে। এবারে এই দলে নাম যুক্ত হতে চলেছে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।
শুক্রবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসসিয়েশন স্টেডিয়ামে হিটম্যান রোহিতের প্রয়োজন আর মাত্র একটি ছক্কা। তাহলেই আফ্রিদি ও গেইলের পর বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কার বিরল নজির স্পর্শ করবেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে নভেম্বরেই আন্তর্জাতিক কেরিয়ারে ১০০টি টি-২০ খেলার একটি নজির স্পর্শ করেছেন ‘হিটম্যান’ রহিত। আর শততম ম্যাচেই তাঁর ব্যাটেই বাংলাদেশের বিরুদ্ধে সমতা ফিরেছিল সিরিজে। রোহিতের ৪৩ বলে মারকাটারি ৮৫ রানের ইনিংসে ভর করে পিছিয়ে পড়েও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারতীয় দল। ওই ম্যাচে স্ট্যান্ড-ইন অধিনায়ক রোহিতের ইনিংস সাজানো ছিল ৬টি ছক্কায়।
শুক্রবারও রোহিতের ব্যাটে তেমনই ইনিংস দেখতে মুখিয়ে থাকবেন সমস্ত ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে তার অনুগামীরা। আর সেই প্রত্যাশা বাস্তবায়িত হলে রোহিতের নয়া মাইলস্টোনেরও সাক্ষী থাকবেন হায়দরাবাদের ক্রিকেট অনুরাগীরা। শুক্রবার হায়দরাবাদের পর আগামী ৮ ও ১১ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান-ডে অনুষ্ঠিত হবে তিরুঅনন্তপুরম ও মুম্বইয়ে। টি-২০ সিরিজের পর তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। তবে অপেক্ষা শুধুমাত্র শুক্রবারে হিটম্যানের ব্যাট থেকে পাওয়া প্রথম ছক্কার।