Women

পঞ্চসায়র কাণ্ডে গ্রেফতার হল দ্বিতীয় অভিযুক্ত।

কোথাও নেই নিরাপত্তা। মদ্যপ অবস্থায়, সবাইকেই নিজের শিকার বলে মনে করে মানুষবেশী জানোয়ার গুলো।

@ দেবশ্রী : কিছুদিন আগেই কলকাতার বুকে ঘটে যায় একটি নির্মম ঘটনা। পঞ্চসায়রের সেই ঘটনা মনে করিয়ে দেয় পার্কস্ট্রিট কান্ড। সেই পঞ্চসায়র ঘটনাতে উঠে এসেছে এক নয়া মোড়। এই কাণ্ডে জড়িত ছিল, আর একটি নাবালক। সেই নাবালককে গ্রেফতার করা হয় মঙ্গলবার। ঘটনায় আবারও তদন্তের পর, এই তথ্য খুঁজে বের করেন পুলিশ। তারপরেই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেন পুলিশ।

পঞ্চসায়রের নির্যাতিতা মহিলা, গনধর্ষনের অভিযোগ আনার পর থেকেই জোর কদমে তদন্তে লেগে পড়েছেন পুলিশ। তারপর সারা শহর জুড়ে তল্লাশি চলে এই ঘটনার। ইতিমধ্যে ট্যাক্সি চালক উত্তম রামকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। সে জানিয়েছিল সেই ঘটনাতে সে একই যুক্ত ছিল, তার সাথে আর কেউ যুক্ত ছিল না। কিন্তু নির্যাতিতা মহিলা দাবি করেছিলেন যে, সেই ঘটনাতে আরও একজন যুক্ত ছিল। তারপর থেকে পুলিশের কাছেও একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্যের ও সমাধান হয়। ওই ট্যাক্সি চালককে আরো বেশি জেরা করার পর জানতে পারা যায় যে, হ্যাঁ তার সাথেও আরও একজন জড়িত ছিল। মঙ্গলবার দ্বিতীয় নাবালক অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশ। তাঁকে জেরা করায় সে স্বীকার করে যে, মহিলাকে সেই প্রথম ধর্ষণ করেছিল সেই রাতে। বৃহস্পতিবার জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে তাকে পেশ করার কথা জানা যায় পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে।

২০১২ সালে নির্ভয়া কাণ্ডে ফৌজদারি অপরাধে নাবালক-সাবালক গণ্য করার ক্ষেত্রে আইন এর পরিবর্তন হয়েছে। গুরতর অপরাধের ক্ষেত্রে ১৮ বছরের পরিবর্তে ১৬ বছর বয়স হলেই তাকে সাবালক হিসাবে গণ্য করা হয়। ওই অভিযুক্তের বয়স ১৭ বছর ৬ মাস। ওই যুবককে জুভেনাইল জাস্টিস বোর্ডে সাবালক হিসাবে গণ্য করার জন্য পুলিশরা আর্জি জানাবেন এমনটাই জানা গিয়েছে এখনও পর্যন্ত।

অভিযুক্ত ট্যাক্সিচালক উত্তম রামকে গ্রেফতার করার পর, বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, দ্বিতীয় অভিযুক্তকে ঘিরে। কিন্তু সেই ধোঁয়াশার জট কাটে মঙ্গলবার। ঘটনার পুনর্নির্মাণের পর, এই তথ্য উঠে আসে। উত্তমকে গ্রেফতার করার পর দ্বিতীয় অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল। তার বাড়ি নরেন্দ্রপুর থানার অধীন কাঠিপোতা এলাকায়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার গ্রেফতার করে তাকে পুলিশ।

জানা যায়, পেশায় ওই নাবালক ভ্যান চালক। উত্তর র্যাম তার পূর্ব পরিচিত প্রায়শই তারা এক সাথে বসে মদ্যপান করত। সেই রাতেও তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। কিন্তু গাড়িতে মহিলাকে তোলা থেকে শুরু করে, শেষ পর্যন্ত ওই নাবালক গাড়িতে উপস্থিত ছিল কি না সেই বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারেনি। তদন্ত এখনও চলছে পঞ্চসায়র কাণ্ডে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: