পড়াশোনা শিকেয় তুলে কুস্তি লড়ে ছাত্র-শিক্ষক : সৌজন্যে বিশ্বভারতী
আবারো উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ তুঙ্গে বিভিন্ন বিষয়ে। এবার ফি বৃদ্ধির প্রতিবাদে সব ছাত্র ছাত্রীরা , আর সেই নিয়েই লিপিকা প্রেক্ষাগৃহে রাতভর ঘেরাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী -সহ বেশ কয়েকজন অধ্যাপক।এই বিক্ষোভের ফলে কয়েকজন অধ্যাপক অসুস্থ হয়ে পড়েছেন।
বার কয়েক ফি বৃদ্ধি নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য-সহ বিশ্বভারতীর আধিকারিকরা। বিকেল ৩টে পর্যন্ত কোনও সিদ্ধান্ত না হওয়ায় লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য-সহ আধিকারিকদের আটকে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা।
অভিযোগ ছাত্রছাত্রীরা বাধা দিলে, তাঁদের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ, এই দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখিয়ে একটি লিখিত জমা দিয়েছিলেন। তার পরিপেক্ষিতেই মঙ্গলবার আলোচনায় বসেছিল কর্তৃপক্ষ।
কেন এই আন্দোলন –
১) বিশ্বভারতীতে ভর্তির ক্ষেত্রে চলতি বছর থেকে সাধারণ পড়ুয়াদের ফি দ্বিগুণ
২) সার্ক দেশের পড়ুয়াদের ফি পাঁচ গুণ
৩) বিদেশি পড়ুয়াদের ফি দশ গুণ বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।