West Bengal
পণ-এর দাবিতে বধূ হত্যার দায়ে গ্রেফতার স্বামী
পণ-এর দাবিতে বধূ হত্যার দায়ে এক যুবককে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম বাকিবিল্লা মণ্ডল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটিনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার সাতবাড়িয়া এলাকায়।
পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পরে বাকিবিল্লাহ ও তার পরিবার হাসিনাকে মারধর করতো এবং বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিত। গতকাল বিকেল থেকে হাসিনাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে। গতকাল তাকে মারধর করে এবং বালিশ চাপা দিয়ে খুন করে স্বামী বাকিবিল্লাহ । পরিবারের লোক খবর পেয়ে বাকিবিল্লাহ-র বাড়িতে যায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে বাকিবিল্লাহ মন্ডল-কে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।