Entertainment

পর্ব – ১ : নতুন বছরে নতুন প্রতিভার সন্ধানে

গ্যালারি গোল্ডে নতুন প্রতিভার উন্মেষ

নতুন বছরে নতুন প্রতিভার সন্ধান দিতে গ্যালারি গোল্ডে হয়ে গেলো গান ,কবিতা ,ও নৃত্যের তালে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৫ই মে রবিবার দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলাসংস্কৃতি ও রাহুল গুপ্ত প্রোডাকশনের যৌথ উদ্যোগে ‘বৈশাখী বৈঠকী আড্ডা’ নামের এই অনুষ্ঠান সকলের মন কাড়ে। ছোট থেকে বড়ো যাঁরা আবৃত্তি ,গান কিংবা নৃত্য ভালোবাসেন প্রত্যেকেরই প্রতিভার উন্মেষ ঘটে এদিন। বাংলা আধুনিক গান ,রবীন্দ্রসংগীত ,লোকসংগীত, কবিগুরুর লেখা কবিতায় এদিনের সন্ধ্যা হয়ে উঠেছিল সাংস্কৃতিক এক আড্ডার মেলবন্ধন। সঙ্গে ছিল পুরোনো দিনের হিন্দি গান। এই অনুষ্ঠানের বিশেষ সহযোগিতায় ছিলেন শিল্পী মহুয়া সুর ,মৌসুমী পাল,অদ্রীশ মুখার্জী ,অরূপ মিত্র ,বর্ণালী মল্লিক প্রমুখ। গোটা অনুষ্ঠানটি সুনিপুন ভাবে গেঁথেছিলেন মিষ্টি মিতালি। এই আড্ডার ওয়েব মিডিয়া পার্টনার ওপিনিয়ন টাইমস।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d