Sports Opinion

পাক প্রধানমন্ত্রীর নিন্দায় মুখর ক্রিকেটের মহারাজ

রাষ্ট্র সংঘের সমাবেশে ভারতের উদ্দেশ্যে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি জারি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের । তা ঘিরে কটূক্তি ২২ গজের মহারাজের।

শীর্ষাসেন : সম্প্রতি রাষ্ট্র সংঘের সমাবেশে ভারতের উদ্দেশ্যে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে পাক প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয় এক মার্কিনি সংবাদমাধ্যমের সঞ্চালক।  সেই ভিডিও -ই পোস্ট করে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ লেখেন এই ভাষণের মধ্যে দিয়ে মানুষটি নিজের অপমানের রাস্তা নিজের প্রশস্ত করেছেন।

জাতীয় দলের প্রাক্তন সহযোদ্ধার পোস্ট করা ভিডিও দেখে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও নিজের মন্তব্য জানাতে পিছু পা হননি। পাক প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারি বার্তাকে ‘আবর্জনা’ বলে অভিহিত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। একই সঙ্গে এও বলেন  ‘এই ইমরান কে বিশ্ব চেনে না’।  

 সেহওয়াগের এই টুইটের প্রত্যুত্তরে মহারাজ নিজের টুইটারে লেখেন, ‘বীরু ভিডিওটি দেখে আমি হতবাক। এমন ভাষণ না শোনাই শ্রেয়। সারা বিশ্বজুড়ে যখন শান্তি প্রয়োজন আর দেশ হিসেবে পাকিস্তানে যখন শান্তির বার্তা ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সময় দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন বুলি আওড়াচ্ছেন ইমরান খান। এই ক্রিকেটারকে বিশ্ব চেনে না।’

একদিকে  রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে দেশের অগ্রগতির কথা তুলে ধরছেন অন্যদিকে পাক প্রধানমন্ত্রী কাশ্মীরে আর্টিকল ৩৭০ রদ ইস্যুতে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে চলেছেন এবং রাষ্ট্রসংঘে দাঁড়িয়েই কাশ্মীর ইস্যুতে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছেন  পাক প্রধানমন্ত্রী।

এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, গত ৫ অগাস্ট আর্টিকল ৩৭০ রদ করে জম্মু ও কাশ্মীরকে দুটি আলাদা

কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। লাদাখ ও জম্মু-কাশ্মীর হিসেবে আত্মপ্রকাশ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d