‘কবিগুরু রবীন্দ্রনাথ’ বলেছিলেন ‘ভালোবাসা কারে কয়?সেকি কেবলই চোখের জল !সেকি কেবলই দুঃখের শ্বাস !’ যারা সম্পর্কে রয়েছেন তাঁদের মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি যে সম্পর্কে থাকা মানুষদের থেকে অনেক সুখী সিঙ্গেলরা। না এটা আমরা বলছি না ,বলছে সমীক্ষা। আর এই কারণেই হয়তো একা থাকা মানুষের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে গোটা বিশ্বে। একটি মার্কিন জনগণনা থেকে জানা গেছে একা থাকতে চান এরকম মানুষের সংখ্যা ২৮শতাংশ। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন একা থাকার মধ্যে এমন কি সুখের চাবিকাঠী লুকিয়ে আছে যা সম্পর্কে থাকলে নেই ?বিশেষজ্ঞরা বলছেন, একা থাকলে বন্ধুদের সঙ্গে সম্পর্ক থাকে মধুর ফলে মনও থাকে চনমনে ,মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায় । এছাড়া যাঁরা সম্পর্কে রয়েছেন তাদের থেকে সিঙ্গেলদের ওজনও থাকে কম। এমনটাই জানাচ্ছেন ‘জার্নাল অফ ফ্যামিলি ইস্যু’-র একটি সমীক্ষা আবার ‘ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটি’-র একটি সমীক্ষার কথায় ব্রেকআপের পরেই নাকি কমতে থাকে ওজন। তবে সমীক্ষা ঠিক বলুক বা ভুল নিন্দুকেদের কথায় ‘সিঙ্গেল ইস দা বেস্ট পার্ট অফ দা লাইফ ‘এটা কিন্তু আজকাল অনেক সম্পর্কে থাকা মানুষও মানছেন। তাই ভালো থাকতে চাইলে একা বাঁচতে শিখুন।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close