Big Story
পাল্টা লড়াইয়ের পথে সিপিআইএম , খোলা খুলি বললেন ‘পথের দাবী পথেই আন্দোলন ‘: সুজন
সাধারণ মানুষ চাইছে নিষ্কৃতি , কিন্তু আসবে , যখন বামেরা রাস্তায় লাগাতার আন্দোলনে নামবে , নির্দিষ্ট কর্মীসূচি নয়।
গতকাল মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন তৃনমূল এবং বিজেপির যারা খুন হয়েছেন তাদের নাকি সাহায্য করবেন। কিন্তু দক্ষিন ২৪ পরগনার মথুরাপুরে খুন হওয়া সি.পি.আই(এম) কর্মী রাজু হালদারের নাম সেই তালিকায় নেই।
যারাই একসময়ের তৃনমূল, তারাই এখন বিজেপি। এদের এলাকা দখলের লড়াইয়ে মারামারি, খুনোখুনি হবে। যদি সত্যিই বাংলাকে বাচাতে চান তালে একমাত্র বামপন্থীরাই পারবে।বলেন সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা। ( সুজন চক্রবর্তীর ফেসবুক থেকে নেওয়া ভিডিও )