পাহাড়ের বুকে একান্তে কাটল সন্দীপ্তার পুজো
কলকাতা শহরের ভিড়-ভাট্টা এড়িয়ে নির্জনে পুজো কাটিয়ে এলেন সন্দীপ্তা
শীর্ষা সেন : সদ্য মা কে বিদায় জানানো হয়েছে। মা তাঁর সন্তান- সন্ততি নিয়ে ফিরে গেছেন কৈলাশে। পুজোর আনন্দে মেতেছেন সেলেব থেকে সাধারণ সকলেই। অঞ্জলি দেওয়া থেকে নতুন জামা আর তার সাথে কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া বাদ পড়েনি কিছুই। কিন্তু কলকাতায় নয়, এবারে শহরের ভিড় ভাট্টা এড়িয়ে তাঁর পুজো কেটেছে নির্জন সবুজ ঘেরা পাহাড়ে। পঞ্চমীতেই সন্দীপ্তা কলকাতা ছেড়ে চলে যান সবুজ-বনানীর দেশ নাগাল্যান্ডে।
ষষ্ঠীতে তিনি পৌঁছে যান কোহিমাতে। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর বেড়াতে যাবার মুহূর্ত শেয়ার করেছিলেন সন্দীপ্তা। চারপাশে মেঘ, দূরে নীল আকাশ ও সেই আকাশ যেন পাহাড়ের মাথা স্পর্শ করেছে ,সে এক মনোরম দৃশ্য। সারা বছর সন্দীপ্তার কাটে শ্যুটিং -এর কাজে। তাই নিজের ব্যস্ত শহরকে ছেড়ে পাহাড়ের বুকে কাটিয়ে এলেন কয়েকটা দিন।
নিজের শেয়ার করা ভিডিওতে গান গিয়েছেন সন্দীপ্তা। অনেকদিন পর এই ছুটি পেয়ে যে তিনি খুশি তা বলার অপেক্ষা রাখে না। শহর থেকে অনেক দূরে থেকেও নিজের ভক্তদের শারদীয়ার শুভেচ্ছা জানাতে ভোলেননি সন্দীপ্তা।
তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তাঁর পোস্ট করা ভিডিও গুলি