Women

পাড়াপড়শির ঘুম ভাঙালো সামি -হাসিনের ঝগড়া

এ যেন এক টেস্টম্যাচ , কিছুতেই ঝগড়া থামছে না ক্রিকেটার দম্পতির

২৮শে এপ্রিল রবিবার মহম্মদসামির উত্তরপ্রদেশের আমরোহর বাড়ি থেকে  গ্রেপ্তার করা হলো  সামির স্ত্রী হাসিনকে। আমরাহ থানার পুলিশ শশুড়বাড়িতে জোর করে ঢুকে  অশান্তি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে সামির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ফেসবুকে নানান পোস্ট করেন তিনি যদিও তার এই অভিযোগ আদপেও  ধোপে টেকেনি। নিজস্ব তদন্তে বিসিসিআই সামিকে ছাড়পত্র দিয়েছেন। অর্জুন পুরস্কারের  জন্যও মনোনীতও  হয়েছে তাঁর নাম। তবে হাসিনের দাবি সামির ক্ষমতার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: