Culture
পাড়ায় পাড়ায় গানের ঝোঁক ,পাড়ায় পাড়ায় ফাংশন আজ অনেকটাই কমেছে মোবাইলের যুগে
পাড়ার ফাংশন নয় বরং ছেলে মেয়ে গান গাক কোনো রিয়েলিটি শো -তে এমনটাই চান বাবা -মা ,তাই কমছে ফাংশনের সংখ্যা

সে এক দিন ছিল বটে ২৫শে বৈশাখ হোক বা ২২শে শ্রাবন পাড়ায় পাড়ায় ,স্কুলে স্কুলে বসে যেত জলসা। কিন্তু ইন্টারনেটের যুগে কোথায় যেন হারিয়ে গেছে সেইসব সোনালী দিন। এখনো ২৫শে বৈশাখ আসে ,আসে ২২শে শ্রাবণও কিন্তু স্কুলগুলো ইউনিট টেস্টের চাপ সামলে আর সময় পায় না আয়োজনের। আর পাড়ার জলসা ! অংশগ্রহণ করবে কে ?ছেলেমেয়েকে পাড়ার ফাংশনে না গাইয়ে বরং বড় শিল্পীর কাছে তালিম দিয়ে রিয়েলিটি শো -তে গান গাওয়াতেই আগ্রহী বেশিরভাগ বাবা -মা। অথচ তাঁরা ভুলতেই বসেছেন অনেক বড় বড় শিল্পীর গানের হাতেখড়ির সূচনা কিন্তু পাড়ার ফাংশনেই ! আবার শ্রোতারাও এখন পাড়ার ফাংশনে গান শোনার চাইতে মোবাইল বা অডিও প্লেয়ারে গান শুনতেই বেশি আগ্রহী। তবে কি যুগের সাথে তাল মেলানোর স্রোতে ,হারিয়ে যেতে বসেছে পাড়া সংস্কৃতি!