Culture

পাড়া ও প্যান্ডেল কোনটা বোঝা বড় দায় : বেলগাছিয়া যুব সম্মিলনী

নিপুন হাতে সেজে উঠছে রাজ বাড়ীর দূর্গা দালান , ৭৫ বছরের নিবেদন "ফিরবো বললে কি ফেরা যায়" . সেই নিয়ে পুরো পাড়া সেজে উঠছে এবারের উপস্থাপনাতে।

আপনি খুঁজে পেতে পারেন আপনার ছোটবেলার খুনসুটি থেকে বড় দের বকুনি।ফিরতে পারে মা কাকিমাদের কলতান দরজার গোড়ার । রকে বসবে আজ্জা বাবা কাকা দের , সঙ্গে থাকবে চা ও তাস খেলা। ফিরবে দোলের রাঙিয়ে দেওয়া উঠান। খসে পড়া পেলেস্তা , কড়িকাঠে নতুন রঙের প্রলেপ পড়ছে মিলবে একান্নবর্তী সকল।এই পরিকল্পনা শিল্পী অঙ্কুশ ও সুমন , প্রতিমা শিল্পী চায়না পাল। আবহ সুরজিৎ রায় সব মিলিয়ে বড় চ্যালেঞ্জের সামনে। আসে পাশের বড় প্রতিযোগী , আর এই সব মিলিয়ে এখনই বসেছে আড্ডা। ওপিনিয়ন টাইমস দেদার আড্ডা দিলো পুজো উদ্যোক্তাদের সাথে। অনেক আশা প্রত্যাশা নিয়ে ৭৫ বছরের বেলগাছিয়া যুব সম্মিলনী এবার।

পাড়ায় পাড়ায় দূর্গা কথা ,শুধু মাত্র ১৯ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in
আমাদের সাথে কথা বলুন :৮০১৭৪০২৪৩৯

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: