পিছিয়ে গেলো ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির দিন
২০শে ডিসেম্বরের পরিবর্তে ২৭ তারিখ আসছে ‘ব্রহ্মাস্ত্র’, কারণটা সলমন খানের ‘দাবাং ৩’
চলতি বছরেই, আস্তে চলেছে আয়ান মুখার্জী পরিচালিত ,আলিয়া ভাট ,রণবীর কাপুর অভিনীত ছবি, ব্রহ্মাস্ত্র।তবে এতদিন পর্যন্ত ঠিক ছিল যে ,ছবি মুক্তি পাবে ২০শে ডিসেম্বর কিন্তু ওইদিকে বলিউডের ভাইজান সলমন খান চলতি বছরের ডিসেম্বর মাসের ২০তারিখেই আনতে চলেছে দাবাং ৩। যেখানে সলমন খান ছাড়াও দেখা যাবে সোনাক্ষী সিনহাকে।এর আগে দাবাং সিরিজের আরো দুটি ভাগেও দেখা গেছে সোনাক্ষিকে। আর এই কারণেই নাকি করণ জহর তার এই ছবিটির মুক্তির দিন ২০-র বদলে ২৭ তারিখ করেছেন এমনটাই শোনা যাচ্ছে বলিউডের চলচ্চিত্র সমালোচক ও ট্রেড এনালাইসিস কমল আর খানের একটি টুইট এর মাধ্যমে।ইতিমধ্যে ভাইরালও হয়েছে এই টুইট। তবে করণ জহর ফিল্মসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কিছু জানানো না হলেও যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে করণ জহর তার ছবির ব্যবসায়িক সাফল্যের জন্যই ছবির মুক্তি পিছলেন অন্তত কমল আর খানের টুইটে সেরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।