Entertainment

পুজোর ছুটিতে কেনিয়ায় একান্তে ছুটি কাটাচ্ছেন রাজ-শুভশ্রী

সোশ্যাল সাইটে শেয়ারও করলেন নিজেদের আফ্রিকান সাফারির কিছু মুহূর্ত।

প্রেরনা দত্ত : পুজো শেষ হলেও ছুটির রেশ এখনও কাটেনি। তাই পূজোর ছুটি কাটাতে এরই মধ্যে রাজ ও শুভশ্রী চলে গেলেন আফ্রিকাতে। সারা বছর কিছু না কিছু কাজ থাকে। এই অবসরের সুযোগ নিয়েছেন রাজ-শুভশ্রী। দশমীর পরই তাঁরা উড়ে গেলেন কেনিয়া। ইতিমধ্যেই নাইরোবি পৌঁছে গিয়েছেন তাঁরা। সেখান থেকেই সমস্ত ছবি দিচ্ছেন সোশাল মিডিয়ায়।উদ্দেশ্য নিজেদের জন্য স্পেশাল কোয়ালিটি টাইম।

পূর্ব আফ্রিকায় ভারত মহাসাগরের তীরে অবস্থিত কেনিয়া বরাবরই ভ্রমণ রসিকদের পছন্দের জায়গা।বনের রাজা সিংহ থেকে শুরু করে জেব্রা, জিরাফ কী নেই সেখানে। অ্যাডভেঞ্চারের টানে সেখানেই আপাতত রয়েছেন এই তারকা জুটি। যাত্রা শুরু করেছিলেন নাইরোবি দিয়ে। সেখানে একদিন কাটিয়েই তাঁরা চলে গিয়েছেন মাসাইমারা। কিছু দিন আগেই বলিউডের কিউটেস্ট কাপল রণবীর-আলিয়াও ছুটি কাটাতে গিয়েছিলেন মাসাইমারাতেই। এবার রাজ-শুভশ্রীও গেলেন সেখানেই।একান্তে যে দারুণ মজেছেন তাঁরা, ছবি দেখেই আঁচ করা যাচ্ছে।  স্পেশ্যাল আফ্রিকান খাবারও জমিয়ে খাচ্ছেন । চুটিয়ে ঘুরছেন দু’জনে। বোঝার চেষ্টা করছেন সেখানকার সংস্কৃতিকেও।রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী-ঋত্বিক অভিনীত ‘পরিণীতা’ কিছু দিন আগেই বক্স অফিসে অভাবনীয় সাফল্য লাভ করেছে।প্যাণ্ডেল হপিং থেকে দশমীর সিঁদূর খেলা সবেতেই ছিলেন রাজ-শুভশ্রী। ফিরে এসেও দম ফেলার সময় নেই রাজের। কলকাতা চলচ্চিত্র উৎসব দরজায় কড়া নাড়ছে, তার প্রস্তুতি নিতে হবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: