Culture

পুজোর রুটম্যাপ : সেরা পুজো দেখার তালিকা এক নজরে !

আলিপুর , কালীঘাট , চেতলা , খিদিরপুর

  1. প্রেরণা দত্ত // চেতলা আলাপী ক্লাব : ৮২ তম বর্ষে এক নতুন চমক নিয়ে হাজির চেতলা আলাপী ক্লাব।শিল্পী সুপ্রভাত দাস পরিকল্পনা ও রূপায়ণে সেজে উঠেছে এই বছরের উপস্থাপনা “জলের গুরুত্ব জীবন চক্রে ” ।ভয়ঙ্কর সেই দিন আস্তে আর দেরি নেই। যেদিন জলের চাহিদা তার জোগান কে টপকে যাবে।এমনকি যদি তৃতীয় বিশ্ব যুদ্ধ হয় ,তবে তা হবে জলের দখলদারি নিয়েই।মানুষের লাগামছাড়া ব্যবহারে মাটির তলায় থাকা জলের এই ভান্ডার নিঃশেষের পথে। জলসংকট থেকে বাঁচার জন্য আমাদের নিজেদের সচেতন হতে হবে সাথে সবুজের সমারোহ করতে হবে। আর সাথে সাথে মনে রাখতে হবে মাটির তলার জল মাটির তলার সোনার মতোই মূল্যবান। তাই জল নষ্ট করা যাবে না। বলাবাহুল্য এই বারের পরিকল্পনাও একদম আলাদা। তার কতটা বাস্তবায়িত করতে পেরেছেন তাই দেখার।
  2. দক্ষিণ কলকাতা তরুণ সমিতি : ১৯৩৬ সাল থেকে দুর্গাপূজো শুরু করেছিল দক্ষিণ কলকাতা তরুণ সমিতি। বিশ্বজিৎ বড়ুয়া পরিকল্পনা ও রূপায়ণে সেজে উঠেছে এই বারের উপস্থাপনা “স্বর্ণ ময়ী ” ।”স্বর্ণ” (এক কাল্পনিক নারী চরিত্র )মায়ের আগমনের আনন্দে ও উৎসবের বাতাবরণে “স্বর্ণ ময়ী ” কক্ষকে সাজিয়ে তুলেছে সযত্নে বাংলার ঐতিহ্যবাহী “লোক শিল্পকলার কিছু বিশেষ শিল্পের মিশেলের মাধ্যমে।নারী স্বনির্ভরতার বিষয়কে পুজোর মাধ্যমে প্রত্যক্ষ সহযোগিতার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ ঐতিহ্যবাহী সাবেকি প্রতিমার অবস্থানে ও লোকসঙ্গীতের সুরের সমন্বিত আবহের মধ্যে সকল দর্শকের কাছে বাংলার নিজস্ব ঐতিহ্যময় শিল্পকলার প্রতি সচেতনতা গড়ার লক্ষে তাদের এই নিবেদন।প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী অভিজিৎ সেন.আলোকসজ্জা করেছেন রাজু ইলেকট্রিক। প্রতিবারের মতো এই বারের উপস্থাপনাও অন্যরকম চিন্তাধারা আনবে দর্শকের মনে। তাদের পরিকল্পনাটি ঠিক কতটা বাস্তবে রূপায়ণ করতে পেরেছেন সেটাই দেখার।
  3. কালীঘাট শ্রী সংঘ : ২৫ তম বর্ষে এক নতুন চমক নিয়ে হাজির কালীঘাট শ্রী সংঘ। শিল্পী গোবিন্দ গিরি র পরিকল্পনা ও রূপায়ণে সেজে উঠেছে এই বছরের উপস্থাপনা ” শক্তি আসে ভক্তিতে “।এই জগতে সর্বদাই শুভশক্তির থেকে অশুভশক্তির দ্বন্দ্ব চলছে।জয়লাভ হয় শুভ শক্তির ই।তাই মানুষ ভক্তি ভরে এই শুভ শক্তির পূজা অর্চনা করে আশীর্বাদ বা শক্তি কামনা করে।এই ভাবনায় বর্তমান নারীদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ও তুলে ধরছে।নারী যেমন তার সন্তানকে ভালোবাসা দিয়ে বোরো করে তোলে আবার তেমনি বিপদের হাত থেকে তাকে সর্বদা রক্ষাও করে। বাঁশ ,খর ,দড়ি,কাঠ,কাপড় ও ধানের তুষ এর সাহায্যে তৈরী পূজা মণ্ডপ কতটা দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারে তার এ অপেক্ষা।
  4. খিদিরপুর শিবতলা অমর সংঘ : ৪৯ তম বর্ষে এক অন্যতম টিম নিয়ে এসেছে খিদিরপুর শিবতলা অমর সংঘ। শিল্পী সঞ্জয় দাস পরিকল্পনা ও রূপায়ণে সেজে উঠেছে এই বছরের উপস্থাপনা “সর্বজয়া ” .জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায় যিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে সদাই থাকেন অন্তরালে ,তিনি আমাদের স্নেহময়ী মা। তাই এই বছর মাতৃ আরাধনার স্থান পাচ্ছে নারী শক্তি।বিষয় এর পোশাকি নাম সর্বজয়া ,তিনি ই মা আবার তিনি ই অসুরদলানি।রূপ বদলায়,বদলায় নাম। কিন্তু মা যেন তার সর্বজয়া ভাবমূর্তি বদল করেন না। বলাবাহুল্য এই বারের পরিকল্পনাও একদম আলাদা। তার কতটা বাস্তবায়িত করতে পেরেছেন তাই দেখার।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: