Culture

পুজোর রুটম্যাপ : সেরা পুজো দেখার তালিকা এক নজরে

নজর কাড়বে ভবানীপুর , গড়িয়াহাট , রাসবিহারী , রবীন্দ্র সরোবর লেক

অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতি : ৬৯ তম বর্ষে শিল্পী সুব্রত ব্যানার্জীর পরিকল্পনায় ” চরকা রানীর দেশে ” প্রাণের শুরু হতে শেষ , এমনকি তার পরেও ! ভাবনা ও বিন্যাসে প্রতিবারই অনন্য উপস্থাপনা প্রতিবারেই পুজো দেখার তালিকার ওপরের দিকে নজর কারা পুজো। এবারের উপস্থাপনায় এক অদৃশ্য সৃষ্টিকর্তা তিনি নিজের আপন গতিতে বুনে চলেছেন এ বিশ্বব্রহ্মান্ডের জাগতিক অবস্থান।আর এই অদৃশ্য চড়কা ধরে চলেছে জাগতিক কাল ধরে। আর এই অনন্ত নিয়মে বিনি সুতোয় বোনা আর এই নিয়ে সেজে উঠবে এবারের পূজা প্রাঙ্গন। আকর্ষণ এক জায়গাতেই ভাবনার বিন্যাস কিভাবে ঘটবে , দেখতে হলে বেশ কয়েক দিনের অপেক্ষা। পুজোর সম্পাদক শ্যামল নাগ দাস বললেন শেষ ৬ মাস রাট দিন কাজ করছে শিল্পী সুব্রত ব্যানার্জীর নেতৃত্বে। সব মিলিয়ে বেশ সাজ সাজ রব এবারের কাজ নিয়ে।

হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব : শিল্পী অনির্বান দাসের পরিকল্পনা ও রূপায়ণে সেজে উঠছে এবারের উপস্থাপনা ” রসেবসে” . ভরত মুনির নাট্যশাস্ত্রে নটি রসের উল্লেখ আছে তার মধ্যে শান্ত রসটি কে বিবেচিত করেন নবরস হিসেবে। আর এই ন’ রকমের রসের ভাবেই সম্পৃক্ততার বিন্যাসে ফুটে উঠবে এবারের ভাবনা।মণ্ডপ ও প্রতিমা করছেন অনির্বান দাস , আলোর পরিকল্পনায় প্রেমেন্দু বিকাশ চাকি এই আবহ করছেন শতদল চ্যাটার্জী। বলাবাহুল্য এবারের উপস্থাপনা এনও বারের থেকে একদম আলাদা। পরিকল্পনা বাস্তবে কিভাবে রূপায়ণ হচ্ছে তার ওপর নির্ভর করবে সবকিছু। অপেক্ষার মাত্র ১৫ দিন বাকি।

চক্রবেড়িয়ে সার্বজনীন দুর্গোৎসব : সুশান্ত পাল দূর্গা পুজোর বাজারে বেশ নামী শিল্পীদের মধ্যে অন্যতম। এবারের ভাবনা ” পরত ” . বেশ অনেকটাই সহজ যদি মন দিয়ে চিন্তা করা যায়। নিরাকারের সাধনা বা ঈশ্বরের ঐশরিক রূপের সাথে পরিচয় করিয়ে দেবার মধ্যে দিয়ে এবারের মণ্ডপের ভাবনা সর্বশেষ । চিন্তার ক্ষেত্রে বেশ নতুনত্ব আছে এবারের উদ্যোগে। কাজের পরিমাপ অনেকটাই তাই চলছে রাতদিন। এগিয়ে আসছে সময় আর হাতে গোনা কয়েকটা দিন পেরোলেই মহালয়া , শুরু হবে যুব কল্যাণ শারদ সম্মান ২০১৯ এর প্রতিযোগিতা।

বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব : ৯২ তম বর্ষে শিল্পী বিমল সামন্তের পরিকল্পনায় ” চাল চিত্র ” মূলত পটচিত্রে আঁকা লোককথা নিয়ে এবারে ভাবনা। বাংলার পটচিত্র নিয়ে বহুকথা সকলেই জানেন কিন্তু আকর্ষণের বিষয় যে , এই মণ্ডপে শিল্পীর নিপুন হাতে তৈরি হচ্ছে বর্তমান সমাজের দৈনন্দিন জীবন যাত্রা। ভালো ও মন্দ সবমিলিয়ে ভাবনার পরিধিতে গড়ে উঠছে এবারের পূজা প্রাঙ্গন। অভিনবত্ব এখানেই যে বর্তমান সমাজ ব্যবস্থায় ভালো মন্দের মধ্যে উভয় দিক উঠে আসবে যা প্রতিদিনের জীবনে আমরা জানতে পারি। আপনারা এই মণ্ডপে এলে দেখতে পাবেন ছোট বড় চালচিত্রের মধ্যে জীবন কথা উঠে আসবে কালীঘাটের পটচিত্রের আদলে।এই জীবন কথায় থাকছে সুখের খোঁজে মূল্য বোধ হারিয়ে যাচ্ছে , তেমনি থাকবে লোভলালসায় জীবন বোধ প্রতিনিয়ত খুন হয়ে যাচ্ছে বাজারি সভ্যতায়। সব মিলিয়ে গতানুগতিকতার বাইরে পরীক্ষা নিরীক্ষা করছেন , বলা যায় মানুষের না বলা ক্ষোভ প্রকাশ পেতে পারে আর ভালোলাগা স্মৃতি খুঁজে পেতে পারেন। এই সব নিয়ে নজরে থাকবে বকুল বাগান এবছরে।

নলিনী সরকার স্ট্রিট : ৮৭ তম বর্ষের মানব দাসের পরিকল্পনা ও রূপায়ণে এবারের উপস্থাপনা ” কর্মই ধর্ম ” সময়োপযোগী ভাবনায় অনেকটাই এগিয়ে দেবে এবারে কলকাতায় পুজোর বাজারে।বহুল চর্চিত কথা নিয়ে এবারের পরিকল্পনা। ধর্মের বিবাদের যাঁতাকলে বিপদের গন্ধ যখন ছড়িয়ে পড়েছে সারা দেশে , সেই সময় এইভাবনা নতুন করে চর্চার জায়গা তৈরি করবে। যেখানে ধর্ম বিভাজনে মানুষের ভেদাভেদ চূড়ান্ত পর্যায়ে সেখানে একমাত্র কর্মই ধর্মের সোপান হলে নতুন এক অবস্থারের সৃষ্টি করবে মানব সভ্যতার মধ্যে। ফলে ভাবনার বিন্যাস ও তার অবয়ব সঠিক হয় তাহলে এই উদ্যোগ নান্দনিক উৎকর্ষের চূড়ান্ত জায়গায় অবস্থান করবেই। অপেক্ষার হাতে গোনা কয়েক দিন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: