Culture

পুজোর সেরা একটিও ঠাকুর যেন বাদ না যায়। দক্ষিণ শহরতলির সব ঠাকুরের তালিকা জেনে নিন opinintimes.in

সায়ন্তনী রায়

বজবজ চড়িয়াল চিলড্রেস পার্ক দুর্গাপুজা কমিটি : স্বপ্নের উড়ান। স্বর্গের পরিবেশ দেখাবে মণ্ডপ।

বজবজ ডিএন ঘোষ রোড পুজো কমিটি : পুরীর জগন্নাথের মন্দিরের আদলে মণ্ডপ।

গড়িয়া লক্ষীনারায়ণ কলোনি : অস্ট্রেলিয়ার টাউন হলের আদলে মণ্ডপ।

গড়িয়া পশ্চিমপাড়া দুর্গাপুজো কমিটি : মণ্ডপসজ্জায় শিব ও পার্বতীর জীবনের কাহিনী।

গড়িয়া মিতালি সঙ্ঘ : যুদ্ধবিরোধিতার বার্তা।

নাকতলা উদয়ন সঙ্ঘ : মানুষের জৈবিক জন্ম – মৃত্যুর থেকেও বড় বোধ অথবা চেতনার জন্ম।

বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোটিং ক্লাব : গ্রামবাংলার আবহে উৎসবের আমেজ।

যাত্রা শুরু সঙ্ঘ : জেলেদের ব্যবহার্য গামছা, জালের সুতো ,শাড়ি ,ঘুনি দিয়ে জেলেপাড়ার পরিবেশ।

বাঘা যতীন বিবেকানন্দ মিলন সঙ্ঘ : ধামসা – মাদল -ছৌ ,পটচিত্র, ঝুমুর-বাউল গান, নদিয়ার পুতুলনাচ।

 বাঘা যতীন তরুণ সঙ্ঘ : গঙ্গাদূষণ রোধের বার্তা।

পাটুলি সার্বজনীন : শোন্ ক্ষেত্রে সফল মেয়েদের কাহিনী।

মহামায়াতলা (ইস্ট) মিলনী : মণ্ডপ, প্রতিমা সাবেক।

ইস্ট বলিয়া সার্বজনীন : পাটের তৈরি পুতুল ,পাটজাত দ্রব্য দিয়ে মণ্ডপসজ্জা।

রায়পুর ক্লাব : খুঁটিপুজো এক দিন নয় , প্রতিদিন।

বাঁশদ্রোণী একতা : অঙ্গদানের অঙ্গীকার।

জয়রামপুর সার্বজনীন : মা দুর্গা অশুভ শক্তিকে ধ্বংস করে এগিয়ে চলার শক্তি জোগাবেন।

উত্তর বড়িশা নবীন সঙ্ঘ : হারিয়ে যাওয়া চেতনার সঙ্গে পরিচয় করানোর চেষ্টা।

কেন্দুয়া শান্তি সঙ্ঘ : শৈশবের স্মৃতি।

অজয়নগর সার্বজনীন : ছন্দ পতন হলেই জীবনে অশান্তি ,বিষাদ। অন্ধকার কাটিয়ে উঠতে প্রার্থনা।

নেতাজিনগর দুর্গোৎসব কমিটি : যে সৃষ্টির খোঁজে মানুষ চিন্তা-ভাবনা করে , সেই ভাবনা করে , সেই ভাবনারই প্রতিফলন।

সেবক সঙ্ঘ : গাছের সঙ্গে অস্তিত্ব সংকট মানুষেরও।

বাঘা যতীন তরুণ সঙ্ঘ : অবিশ্বাস,হানাহানির পাপে গতি রূপ গঙ্গার। দরকার নতুন ভগীরথের। 

পূজালি ছোটবেলা দুর্গাপুজা কমিটি : জল সংরক্ষণ।

বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি : ইতালির প্রাসাদ

বারুইপুর ফুলতলা পুজো কমিটি : দক্ষিণ ভারতের শবরীমালা মন্দিরের আদলে মণ্ডপ।

বারুইপুর প্রগতি সঙ্ঘ পুজো কমিটি : গুপি গাইন -বাঘা বাইন দেখাবে মণ্ডপ।

সোনারপুর কোদালিয়া দাসপাড়া : পুরুলিয়ার ভাদু উৎসব মণ্ডপে। প্রতিমার গয়না ধানের।

নরেন্দ্রপুর গ্রিনপার্ক : মায়ের রুদ্র মূর্তি। সঙ্গে স্বয়ং শিব।

সোনারপুর কামরাবাদ তরুণ সঙ্ঘ : কৃষ্ণনগরের জমিদারবাড়ির আদলে মণ্ডপ।

বারুইপুর ভাই ভাই সঙ্ঘ : গুজরাটের সোমনাথ মন্দির।

বারুইপুর নতুনপাড়া : গিটার,তবলা,বাঁশি দিয়ে মণ্ডপ।

বারুইপুর ভট্টাচার্যপাড়া : নীল গ্রহের অতলে। পৃথিবীর আদলে মণ্ডপ।

বারুইপুর বেলিয়াঘাটা বালক সঙ্ঘ : বারুইপুরের পেয়ারা দিয়ে মণ্ডপসজ্জা।

হরহরিতলা মানিকপুর পুষ্পদল : শিশুদের পছন্দসই জিনিস দিয়ে মণ্ডপসজ্জা।

বিষ্ণুপুর আমতলা অগ্রগ্রামী অ্যাথলেটিক ক্লাব : বিষনাথ। গাঁজার কল্কে এবং হুঁকো  দিয়ে মণ্ডপ। 

বিষ্ণুপুর উদয়রামপুর রিক্রিয়েশন ক্লাব : জল অপচয় বন্ধের বার্তা দিতে মডেল ও পটচিত্র।

বিষ্ণুপুর মৌদি ভ্রাতৃ সঙ্ঘ : মহিষাদলের রাজবাড়ি।

ব্রহ্মপুর সম্মিলনী সঙ্ঘ : অর্ধনারীশ্বর।

ময়রাপাড়া সার্বজনীন : মুখ নয় মুখোশ।

এলাচি রামচন্দ্রপুর মিলন সঙ্ঘ : জল সংরক্ষণের বার্তা। 

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: