Culture

পুজোর সেরা একটিও ঠাকুর যেন বাদ না যায়। সল্টলেক ও পূর্ব কলকাতার সব ঠাকুরের তালিকা জেনে নিন opinintimes.in

সায়ন্তনী রায়

কেথিম মোহ। মন্ডপ মাকড়সার জালের মতো। 

এফডিলিলিপুটদের দেশ। থাকছে থার্মোকল, ফাইবার, প্লাই, বাঁশের তৈরি গ্রাম।

বিজেকার্টুন চরিত্র ভীমের বাড়ির আদলে মন্ডপ।

( পার্ট ) :  বয়স্কদের উপযোগী শহর দেখাবে মন্ডপ। অন্দরসজ্জায় বড় ছাতা, লাঠি, টিউবওয়েল।

লাবণি আবাসনথিম তরঙ্গের উচ্ছ্বাস। বাঁশ, কঞ্চির ব্যবহারেই তরঙ্গকে বোঝানো হচ্ছে।

এজেমহারাষ্টের আদিবাসীদের ওরলি চিত্রকলা।

ইসিপটচিত্রের মাধ্যমে দশমহাবিদ্যার গল্প।

এএবেলুড় মঠের আদলে মন্ডপ। প্রতিমা সাবেক।

বিসি : বাগবাজারের আদলে মাতৃমূর্তি।

জিডি : কাল্পনিক মন্দিরের আদলে মন্ডপ।

বিকে : কেদারনাথের মন্দিরের আদি রূপ।

বিই ( পার্ট ) :  পুজোর বিবর্তন, সমাজের পরিবর্তন, পারিবারিক কাঠামোর বদলে দেখবে মন্ডপ।

আইবিথিম মুকুটে মুকুট। মন্ডপ মুকুটের আদলে।

ইইকেদারনাথের মন্দিরের আদলে মন্ডপ।

বিএল : থিম দুৰ্গেশ্বরের দূর্গা। রাজবাড়ির আদলে মন্ডপ।

ব্লক সমাজকল্যাণ সংঘ :  কৃষ্টি – সংস্কৃতি, ভাষার শিকড়ে পড়ছে টান। সেই ভাবনায় দেখাবে মন্ডপ।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব :  মৌর্য আমলের মন্দিরের ধাঁচে মন্ডপ। বিশেষ আকর্ষণ সুবিশাল ঝাড়বাতি।

উল্টোডাঙা ধরবাগান : সত্যজিৎ রায়ের গুপি গাইন – বাঘা বাইন থাকবে মন্ডপে। রাজবাড়ির আদলে মন্ডপ।

তেলেঙ্গাবাগান :  পুনর্জন্ম। থাকছে দশ দেবতার মডেল।

রেলপুকুরপাড় ইউনাইটেড :  পাশের বাড়ির সাধারণ মেয়ের মধ্যেই অসাধারণত্ব।

কেষ্টপুর  প্রফুল্লকানন ( পশ্চিম ) অধিবাসীবৃন্দ : দেশভাগের যন্ত্রণা। যুদ্ধবিধস্ত এলাকার অবস্থা।

দমদম নয়ের পল্লি রিক্রিয়েশন ক্লাব : এক চিলতে রোদ্দুর

বেলেঘাটা বান্ধব সমিতি : সাবেক পূজা

বেলেঘাটা শুঁড়া যুবকবৃন্দ : সাবেক মণ্ডপ ও প্রতিমা

বেলেঘাটা নবমিলন : থিম মাতৃত্বের ঋণ। বিভিন্ন মডেল ও শিল্পকলার সাহায্যে অন্দরসজ্জা

দত্তাবাদ অঙ্কুর শিক্ষা সংহতি : রাজবাড়ির আদলে মণ্ডপ।

রাসমণি বাগান কিশোর সঙ্ঘ : জাহাজের আদলে মণ্ডপ। রাজস্থানের মন্দিরের নকশায় অন্দরসজ্জা।

বেলেঘাটা ৩৩ পল্লি : জাতপাত, ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতায় বার্তা।

বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সঙ্ঘ : জল অপচয় রোধের বার্তা।

বেলেঘাটা সন্ধানী : থিম পরমাত্মিক। মণ্ডপে একটি মূর্তিকে ঘিরে পৃথিবী, শোনা যাবে গায়ত্রী মন্ত্র।  

মাস্টারদা স্মৃতি সঙ্ঘ : প্রবেশপথে ব্রম্হা , বিষ্ণু ও মহেশ্বরের চরণের প্রতিরূপ।

প্রফুল্লকানন বালকবৃন্দ (পূর্ব) : সুন্দরবনের প্রকৃতি।

শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি : থিম ‘অন্তিম গহনা’।জমিদারবাড়ির আদলে মণ্ডপ।

নাগেরবাজার বারোয়ারিতলা : অমৃতসরের স্বর্ণমন্দির।

বাগুইআটি উদয়ন সঙ্ঘ : গ্রামের পরিবেশ। গ্রাম্য রমণীর আদলে দুর্গা।

অর্জুনপুর আমরা সবাই : ওরিগ্যামি  দিয়ে তৈরী প্রতিমা।

বলাকা আবাসন : জলদূষণ রোধে বার্তা। দূষণের জেরে সমুদ্রের তলদেশের অবস্থা দেখাবে মণ্ডপ।

কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি : বাংলার ২৩টি জেলার তথ্য ও হস্তশিল্প। 

  ব্লক সমাজকল্যাণ সঙ্ঘ : কৃষ্টি – সংস্কৃতি , ভাষার শিকড়ে পড়ছে টান। সেই ভাবনাই দেখাবে মণ্ডপ।

বিএল : থিম দুর্গেশ্বরের দুর্গা। রাজবাড়ির  আদলে মণ্ডপ।

ইই : কেদারনাথের মন্দিরের আদলে মণ্ডপ।

আইবি : থিম মুকুটে মুকুট।মণ্ডপ মুকুটের আদলে।

বিই (পূর্ব) : পুজোর বিবর্তন।, সমাজের পরিবর্তন , পারিবারিক কাঠামোর বদলে দেখাবে মণ্ডপ।

কে : থিম মোহ।মণ্ডপ মাকড়সার জালের মতো।

এফডি : লিলিপুটদের দেশ। থাকছে থার্মোকল ,ফাইবার ,প্লাই , বাঁশের তৈরী গ্রাম।

বিজে : কার্টুন চরিত্র ভীমের বাড়ির আদলে মণ্ডপ।

এই (পার্ট ) : বয়স্কদের উপযোগী শহর দেখাবে মণ্ডপ। অন্দরসজ্জায় বড় ছাতা, লাঠি, টিউবওয়েল।

লাবণি আবাসন : থিম তরঙ্গের উচ্ছাস। বাঁশ , কঞ্চির ব্যবহারেই তরঙ্গকে বোঝানো হচ্ছে।

এজে : মহারাষ্ট্রের আদিবাসীদের ওরলি চিত্রকলা।

ইসি : পটচিত্রের মাধ্যমে দশমহাবিদ্যার গল্প।

এএ : বেলুড় মঠের আদলে মণ্ডপ। প্রতিমা সাবেক।

বিকে : কেদারনাথের মন্দিরের আদি রূপ।

জিডি : কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ।

বিসি : বাগবাজারের আদলে মাতৃমূর্তি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: