পুজোর সেরা একটিও ঠাকুর যেন বাদ না যায়। সল্টলেক ও পূর্ব কলকাতার সব ঠাকুরের তালিকা জেনে নিন opinintimes.in
সায়ন্তনী রায়
এ কে : থিম মোহ। মন্ডপ মাকড়সার জালের মতো।
এফডি : লিলিপুটদের দেশ। থাকছে থার্মোকল, ফাইবার, প্লাই, বাঁশের তৈরি গ্রাম।
বিজে : কার্টুন চরিত্র ভীমের বাড়ির আদলে মন্ডপ।
এ ই ( পার্ট ১ ) : বয়স্কদের উপযোগী শহর দেখাবে মন্ডপ। অন্দরসজ্জায় বড় ছাতা, লাঠি, টিউবওয়েল।
লাবণি আবাসন : থিম তরঙ্গের উচ্ছ্বাস। বাঁশ, কঞ্চির ব্যবহারেই তরঙ্গকে বোঝানো হচ্ছে।
এজে : মহারাষ্টের আদিবাসীদের ওরলি চিত্রকলা।
ইসি : পটচিত্রের মাধ্যমে দশমহাবিদ্যার গল্প।
এএ : বেলুড় মঠের আদলে মন্ডপ। প্রতিমা সাবেক।
বিসি : বাগবাজারের আদলে মাতৃমূর্তি।
জিডি : কাল্পনিক মন্দিরের আদলে মন্ডপ।
বিকে : কেদারনাথের মন্দিরের আদি রূপ।
বিই ( পার্ট ২ ) : পুজোর বিবর্তন, সমাজের পরিবর্তন, পারিবারিক কাঠামোর বদলে দেখবে মন্ডপ।
আইবি : থিম মুকুটে মুকুট। মন্ডপ মুকুটের আদলে।
ইই : কেদারনাথের মন্দিরের আদলে মন্ডপ।
বিএল : থিম দুৰ্গেশ্বরের দূর্গা। রাজবাড়ির আদলে মন্ডপ।
এ ই ব্লক সমাজকল্যাণ সংঘ : কৃষ্টি – সংস্কৃতি, ভাষার শিকড়ে পড়ছে টান। সেই ভাবনায় দেখাবে মন্ডপ।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব : মৌর্য আমলের মন্দিরের ধাঁচে মন্ডপ। বিশেষ আকর্ষণ সুবিশাল ঝাড়বাতি।
উল্টোডাঙা ধরবাগান : সত্যজিৎ রায়ের গুপি গাইন – বাঘা বাইন থাকবে মন্ডপে। রাজবাড়ির আদলে মন্ডপ।
তেলেঙ্গাবাগান : পুনর্জন্ম। থাকছে দশ দেবতার মডেল।
রেলপুকুরপাড় ইউনাইটেড : পাশের বাড়ির সাধারণ মেয়ের মধ্যেই অসাধারণত্ব।
কেষ্টপুর প্রফুল্লকানন ( পশ্চিম ) অধিবাসীবৃন্দ : দেশভাগের যন্ত্রণা। যুদ্ধবিধস্ত এলাকার অবস্থা।
দমদম নয়ের পল্লি রিক্রিয়েশন ক্লাব : এক চিলতে রোদ্দুর
বেলেঘাটা বান্ধব সমিতি : সাবেক পূজা
বেলেঘাটা শুঁড়া যুবকবৃন্দ : সাবেক মণ্ডপ ও প্রতিমা
বেলেঘাটা নবমিলন : থিম মাতৃত্বের ঋণ। বিভিন্ন মডেল ও শিল্পকলার সাহায্যে অন্দরসজ্জা
দত্তাবাদ অঙ্কুর শিক্ষা সংহতি : রাজবাড়ির আদলে মণ্ডপ।
রাসমণি বাগান কিশোর সঙ্ঘ : জাহাজের আদলে মণ্ডপ। রাজস্থানের মন্দিরের নকশায় অন্দরসজ্জা।
বেলেঘাটা ৩৩ পল্লি : জাতপাত, ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতায় বার্তা।
বেলেঘাটা সরকার বাজার বিবেকানন্দ সঙ্ঘ : জল অপচয় রোধের বার্তা।
বেলেঘাটা সন্ধানী : থিম পরমাত্মিক। মণ্ডপে একটি মূর্তিকে ঘিরে পৃথিবী, শোনা যাবে গায়ত্রী মন্ত্র।
মাস্টারদা স্মৃতি সঙ্ঘ : প্রবেশপথে ব্রম্হা , বিষ্ণু ও মহেশ্বরের চরণের প্রতিরূপ।
প্রফুল্লকানন বালকবৃন্দ (পূর্ব) : সুন্দরবনের প্রকৃতি।
শাস্ত্রীবাগান স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি : থিম ‘অন্তিম গহনা’।জমিদারবাড়ির আদলে মণ্ডপ।
নাগেরবাজার বারোয়ারিতলা : অমৃতসরের স্বর্ণমন্দির।
বাগুইআটি উদয়ন সঙ্ঘ : গ্রামের পরিবেশ। গ্রাম্য রমণীর আদলে দুর্গা।
অর্জুনপুর আমরা সবাই : ওরিগ্যামি দিয়ে তৈরী প্রতিমা।
বলাকা আবাসন : জলদূষণ রোধে বার্তা। দূষণের জেরে সমুদ্রের তলদেশের অবস্থা দেখাবে মণ্ডপ।
কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি : বাংলার ২৩টি জেলার তথ্য ও হস্তশিল্প।
এ ই ব্লক সমাজকল্যাণ সঙ্ঘ : কৃষ্টি – সংস্কৃতি , ভাষার শিকড়ে পড়ছে টান। সেই ভাবনাই দেখাবে মণ্ডপ।
বিএল : থিম দুর্গেশ্বরের দুর্গা। রাজবাড়ির আদলে মণ্ডপ।
ইই : কেদারনাথের মন্দিরের আদলে মণ্ডপ।
আইবি : থিম মুকুটে মুকুট।মণ্ডপ মুকুটের আদলে।
বিই (পূর্ব) : পুজোর বিবর্তন।, সমাজের পরিবর্তন , পারিবারিক কাঠামোর বদলে দেখাবে মণ্ডপ।
এ কে : থিম মোহ।মণ্ডপ মাকড়সার জালের মতো।
এফডি : লিলিপুটদের দেশ। থাকছে থার্মোকল ,ফাইবার ,প্লাই , বাঁশের তৈরী গ্রাম।
বিজে : কার্টুন চরিত্র ভীমের বাড়ির আদলে মণ্ডপ।
এই (পার্ট ১) : বয়স্কদের উপযোগী শহর দেখাবে মণ্ডপ। অন্দরসজ্জায় বড় ছাতা, লাঠি, টিউবওয়েল।
লাবণি আবাসন : থিম তরঙ্গের উচ্ছাস। বাঁশ , কঞ্চির ব্যবহারেই তরঙ্গকে বোঝানো হচ্ছে।
এজে : মহারাষ্ট্রের আদিবাসীদের ওরলি চিত্রকলা।
ইসি : পটচিত্রের মাধ্যমে দশমহাবিদ্যার গল্প।
এএ : বেলুড় মঠের আদলে মণ্ডপ। প্রতিমা সাবেক।
বিকে : কেদারনাথের মন্দিরের আদি রূপ।
জিডি : কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ।
বিসি : বাগবাজারের আদলে মাতৃমূর্তি।