Life Style

পুজোয় সস্তা, ট্রেন্ডি ও মানানসই গহনায় সেজে উঠুন, জেনে নিন কিছু টিপস

জেনে নিন এবার পুজোয় কোন গহনার কত দাম।

তানিয়া চক্রবর্তী : মহিলাদের কাছে গহনা একটি আর্ষণীয় জিনিস। অনেকেই পোশাকের সাথে মিলিয়ে গহনা পড়তে ভালোবাসেন। আবার অনেকে মিক্স আন্ড ম্যাচ করে নিজের গহনা পড়েন। গহনার প্রতি মহিলাদের ভালোবাসা কখনোই শেষ হয়না। আর যদি সময়টা হয় দূর্গা পুজোর, তাহলে তো সোনায় সোহাগা। এবারের পূজার গহনার দাম জেনে দিন এবং পছন্দমতো গহনা কিনে নিন পোশাকের সাথে মিলিয়ে।

হ্যান্ডমেড গহনা :  বর্তমানে নিজে হাতে গহনা বানিয়ে বিক্রি করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাঁশ, দড়ি, টেরাকোটা বা পাটের তৈরী গহনা পছন্দ করেন। তাঁদের জন্য সুখবর। এই রকম ঘন মোটামুটি ১৫০ টাকা থেকে ৫৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। এই গহনাগুলি পোশাকের সাথে মিলিয়ে পড়লে “এলিগেন্ট লুক”-এ মহময়ী দেখাবে মহিলাদের।

জাঙ্ক :   বিভিন্ন রকমের ধাতু দিয়ে তৈরি জাঙ্ক জুয়েলারি পড়তে অনেকেই ভালোবাসেন। এই গহনাগুলি সাজকে আরো আকর্ষণীয় করে তোলে। এগুলির দাম মোটামুটি ৫৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। 

বিডস :  বর্তমানে বিডসের গহনা যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েস্টার্ন পোশাকের সাথে মিলিয়ে এই গহনা পড়তে অনেকেই পছন্দ করেন। ভাল বিডসের গহনা কিনতে খরচ করতে হবে ২,০০০ টাকা থেকে ২,২০০ টাকা।

অক্সিডাইস :  বর্তমানে নিজে হাতে গহনা বানিয়ে বিক্রি করাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অক্সিডাইদের গহনা পড়তে প্রায় সব মহিলারাই পছন্দ করেন। এই গহনা নানান দামে পাওয়া যায়, ১০০ টাকা থেকে শুরু করে ১.২০০ টাকার মধ্যে পাওয়া যাবে এই গহনা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: