Sports Opinion
পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ফলো – অন করালো ইন্ডিয়া
প্রথম ইনিংসে বিশাল রান করে দক্ষিণ আফ্রিকাকে ফলো- অন করালো টিম ইন্ডিয়া।
শীর্ষা সেন : প্রথম ইনিংসেই বেশ বড় অঙ্কের রানে এগিয়ে থাকার ফলে পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ফলো – অন করালো ভারত। টসে জিতে প্রথমেই ব্যাটিং -এর সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। ভারত ৫ উইকেটে ৬০১ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে দেয়। প্রথম ইনিংসেই ২৭৫ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসেই ৩২৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে কোনও সিদ্ধান্তে উপনীত না হলেও চতুর্থ দিনের শুরুতেই প্রোটিয়াদের পুনরায় ব্যাট করতে বাধ্য করানোর কথা জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তরফে থেকে।