Life Style

পুরাতন সামগ্রীর ডিলার স্কট উইলসনের এক অদ্ভুত সংগ্রহশালা

যেখানে খারাপ, কদর্য, প্রশংসার অযোগ্য শিল্প সামগ্রী সযত্নে সাজানো রয়েছে।

সায়ন্তনী রায় : মার্কিন মুলুকে এক অদ্ভুত সংগ্রহশালা আছে যেখানে খারাপ, কদর্য, প্রশংসার অযোগ্য শিল্প সামগ্রী সযত্নে সাজানো রয়েছে।মূলত , শিল্পের পিছনে ওই শিল্পীদের পরিশ্রমকে গুরুত্ব দেওয়া এবং উৎসাহিত করা এই সংগ্রহশালার কাজ।মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ডেঢেমে ১৯৯৪ সালে এই অদ্ভুত সংগ্রহশালা গড়ে তোলা হয়।বর্তমানে ম্যাসাচুসেটসের ডেঢেম ছাড়াও, সামারভিল, ব্রুকলাইন আর সাউথ উইমেথ-এ রয়েছে ‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’-এর শাখা রয়েছে।
১৯৯৩ সালে আবর্জনায় পরে থাকা একটি তৈলচিত্র (অয়েল পেন্টিং) দেখে প্রথম এই ধরণের মিউজিয়াম গড়ে তোলার কথা ভাবেন পুরাতন সামগ্রীর ডিলার স্কট উইলসন। তারপর ১৯৯৪ সালে প্রথমে ডেঢেম-এ ,পরে সামারভিল, ব্রুকলাইন আর সাউথ উইমেথ-এ গড়ে তোলা হয় ‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’- এর চারটি শাখা মিলিয়ে এমন ছ’শোরও বেশি শিল্পসামগ্রী রয়েছে।‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’-এর গ্যালারি ঘুরে দেখে মনে হবে ছোটদের ‘বসে আঁকো প্রতিযোগিতা’য় আঁকা কাঁচা হাতের রং তুলিতে ভরে ওঠা অবিন্যস্ত, নিয়ন্ত্রণহীন ছবি দিয়ে সাজানো স্থল। এই গ্যালারির কোনও ছবি দেখে কখনও দ্য ভিঞ্চির ‘মোনালিসা’র ‘ব্যঙ্গ চিত্র’ মনে হতে পারে, তো কখনও কোনও ছবি আপনাকে ‘হামটি ডামটি’র কথা মনে করাবে। এ ছাড়াও প্যাস্টেল বা মোম রঙে আঁকা একাধিক ছবি রয়েছে এখানে যেগুলিকে থেকে কোনও শিশুর কাঁচা হাতের সৃষ্টি বলেই মনে হবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: